খোলা জায়গায় নামাজ সহ্য করা হবে না বলে হুমকি: হরিয়ানার উগ্রপন্থী মুখ্যমন্ত্রী

উসামা মাহমুদ

0
1157
যুদ্ধবিরতি শেষে পাক-তালিবানের প্রথম হামলা : অফিসারসহ নিহত ২

ভারতের হিন্দুত্ববাদীরা মুসলিম বিদ্বেষের কারণে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নামায আদায়ে বাধা দিয়ে আসছে বহু দিন যাবত। এতদিন শুধু বিদ্রুপ করলেও এখন আত্রমণাত্মক হয়ে উঠছে।

নামাযকে ইস্যু বনিয়ে বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর হামলা চালাচ্ছে উগ্র হিন্দু সন্ত্রাসীরা।

এব্যাপারে হরিয়ানার মুখ্যমন্ত্রী (সিএম) মনোহর লাল খাট্টার বলেছে, উন্মুক্ত স্থানে নামাজ পড়া “সহ্য করা হবে না।”

গত শুক্রবার ১০ ডিসেম্বর, গুরুগ্রামের সেক্টর ৩৭ এ বেশ কয়েকটি হিন্দু দল কয়েক ঘণ্টা যাবত মুসলিম বিরোধী স্লোগান দিয়ে আক্রমণান্তক হয়ে উঠে।

গুরুগ্রামে গত বেশ কয়েকটি শুক্রবারে নামাজের ক্রমাগত ব্যাঘাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ঐ উগ্রবাদী খাট্টার বলেছে, “আমরা পুলিশ এবং জেলা প্রশাসককে বলেছি যে, এই সমস্যার ব্যবস্থা করতে হবে। প্রকাশ্যে এই ধরনের অভ্যাস হওয়া উচিত নয়, খোলা জায়গায় নামাজ পড়ার এই প্রথা, এটা বরদাস্ত করা হবে না।”

ভারতজুড়ে এমন পরিস্থিতি সৃষ্টির প্রেক্ষাপটে অধিকাংশ হকপন্থী আলেম মনে করছেন যে, হিন্দুত্ববাদীরা গায়ে পরে উস্কানি দিয়ে যেকোনো অজুহাতে মুসলিম গণহত্যার ক্ষেত্র প্রস্তুত করতে উথেপরে লেগেছে।

তথ্যসূত্র:
——-
১। Namaz in Open Spaces ‘Will Not Be Tolerated’: Haryana CM Manohar Lal Khattar
https://tinyurl.com/355w7pet
২। ভিডিও লিংক –
https://tinyurl.com/ye23j37u
৩। Gurugram Muslim Council Rejects ‘Suspicious’ Deal, Will Continue To Offer Namaz
https://tinyurl.com/2p8zeweb
৪। Gurugram: Hindu Right-Wing Groups Raise Anti-Muslim Slogans at Namaz Site Again
https://tinyurl.com/2p8c77td

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘পাকিস্তান তার প্রতিশ্রুতি রক্ষা করেনি’, তাই যুদ্ধবিরতি আর নয়: পাক-তালিবান
পরবর্তী নিবন্ধমহিমান্বিত রবের নিয়ামতে স্বাচ্ছন্দ্যে জীবন-জাপন করছেন সম্ভাব্য ইসলামিক ইমারত সোমালি মুসলিমরা