পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দেশটির গাদ্দার সামরিক বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে কয়েক ঘন্টার ঐকটি তীব্র লড়াই সংঘটিত হয়েছে। যাতে কমপক্ষে ৪৭ গাদ্দার সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
অঞ্চলিক সংবাদ সূত্র জানিয়েছে যে, মালির মোপ্তি রাজ্যের মান্দুরু অঞ্চলে মালিয়ান সশস্ত্র গাদ্দার সামরিক বাহিনী এবং ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী ঐ লড়াই ৪ মার্চ শুক্রবার সকালে শুরু হয়ে দুপুরের আগ পর্যন্ত অর্থাৎ কয়েক ঘন্টা যাবৎ চলতে থাকে।
সূত্রটি ধারণা করছে যে, আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’ এর বীর যোদ্ধারা অভিযানটি পরিচালনা করছেন। তাঁরা প্রথমে গাদ্দার মালিয়ান সেনাবাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বোমা ও রকেট হামলা চালিয়ে সেনাদেরকে ভীতসন্ত্রস্ত করে তুলেন। এরপর তাঁরা সামরিক ঘাঁটিটি ঘিরে ভারী অস্ত্রশস্ত্র দিয়ে সেনাদের টার্গেট করে তীব্র লড়াই শুরু করেন। এভাবেই আক্রমণটি কয়েক ঘন্টা ধরে চলতে থাকে। কেননা ঘাঁটিতে তখন কয়েক শতাধিক সেনা সদস্য উপস্থিত ছিল। ফলে পাল্টা পাল্টি লড়াইয়ে হামলার তীব্রতা বাড়তে থাকে।
সরকারি সূত্র জানায় যে, এই হামলার ঘটনায় তাদের ১০ সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়াও আরও কয়েকজন সেনা সদস্য নিখোঁজ হয়েছে।
তবে স্থানীয় একটি সংবাদ মাধ্যম ‘Imangahdin’ এদিন সন্ধ্যায় হামলার বিষয়টি নিশ্চিত করে জানায় যে, প্রতিরোধ যোদ্ধাদের উক্ত বীরত্বপূর্ণ অপারেশনে ৪৭ মালিয়ান গাদ্দার সেনা নিহত এবং আরও ২৩ সেনা আহত হয়েছে। সেই সাথে প্রতিরোধ বাহিনী জেএনআইএম এর হাতে বন্দী হয়েছে আরও ১৯ গাদ্দার সেনা।
এছাড়াও অভিযান শেষে জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের (জেএনআইএম) বীর যোদ্ধারা ঘাঁটিটি থেকে ২১ টি গাড়ি, ৫ টি সাঁজোয়া যান সহ অসংখ্য অস্ত্র ও গোলাবারুদ গনিমত পেয়েছেন।
সূত্রটি জানায় যে, হামলার তীব্রতা এতটাই বেশি ও কার্যকর ছিল যে, মালিয়ান সেনাবাহিনী তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র ও সাঁজোয়া যান থাকা সত্যেও তাদেরকে বাঁচানোর জন্য বিমান সহায়তা চেয়েছে। পরে কয়েকটি বিমানকে আক্রমণের জায়গায় উড়তে দেখা যায়। এবং সেগুলো সৈন্যদেরকে ঘাঁটি থেকে সরিয়ে নিয়ে যায়।