পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্য শাবেলি অঞ্চলের একটি সামরিক ঘাঁটি থেকে পালিয়েছে ‘এটিএমআইএস’ এর অংশীদার দখলদার সৈন্যরা। পরে যার নিয়ন্ত্রণ নিয়েছে প্রতিরোধ বাহিনী আশ-শাবাব।
বিবরণ অনুযায়ী, আজ ১৪মে শনিবার দুপুরে, ক্রুসেডার আফ্রিকান ইউনিয়ন বাহিনী শাবেলি রাজ্যের বাল’আদ জেলার অন্তর্গত একটি গ্রাম ও সামরিক ঘাঁটি থেকে পলায়ন করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন যে, আশ-শাবাবের ভয়ে বুরুন্ডিয়ান সেনারা দুপুরে ‘হান শেখ’ গ্রাম ও সেখানে অবস্থিত তাদের সামরিক ঘাঁটি খালি করে পালিয়ে গেছে। এরপর প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের বীর যোদ্ধারা কোন লড়াই ছাড়াই গ্রাম ও ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেন।
উল্লেখ্য যে, এই মাসের ৩ তারিখে আইল-বারফ শহরে একটি যুগান্তকারী হামলা চালিয়েছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন। প্রতিরোধ যোদ্ধাদের ব্যাপক আক্রমণে ঐদিন ১৭৩ বুরুন্ডিয়ান সেনা নিহত হয়েছিল। বীরত্বপূর্ণ ঐ অপারেশনের পর আই-বারফ শহরে অবস্থানরত অন্যান্য সেনারা আশ-শাবাবের ভয়ে আতঙ্কিত আতঙ্কিত হয়ে শহরটি থেকে পালিয়ে যায়। পরে আশ-শাবাব মুজাহিদিন শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন।