বর্তমানে রাখাইনে আরাকান আর্মি ও সামরিক জান্তা বাহিনী রোহিঙ্গা গ্রামগুলোতে লড়াই করছে। এমনই এক লড়াইয়ে ১০ জন মাজলুম রোহিঙ্গা নিহত হয়েছে।
জানা যায়, গত কয়েকদিন ধরেই সন্ত্রাসী বাহিনী মুসলিম এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। তবে আরাকান আর্মি মাঝে মধ্যে যুদ্ধ বন্ধ রাখলেও সামরিক জান্তা রোহিঙ্গা মুসলিম গ্রামের দিকে অবিরত গোলাবর্ষণ করছে। মিয়ানমারের বর্বর সন্ত্রাসীদের কোন পক্ষই রোহিঙ্গাদের জানমাল ও মানবাধিকারেরে তোয়াক্কা না করেই হামলা চালাচ্ছে। ফলে রোহিঙ্গা গ্রামবাসীদের বাড়িঘর ধ্বংসসহ প্রাণহানির ঘটনা ঘটছে।
বর্বর বৌদ্ধ সন্ত্রাসীরা নিজেদের মধ্যে ভয়াবহ প্রাণঘতী লড়াই করলেও রোহিঙ্গা মুসলিমদের ওপর বিদ্বেষের কোন কমতি করছে না। মুসলিমদের নির্যাতনের ক্ষেত্রে উভয় বাহিনী সমানতালে এগোচ্ছে। আর এ নির্যাতন ও যুদ্ধের তীব্রতা সহসাই কমার কোন লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। ফলে গ্রাম থেকে পালানোর জন্য চেষ্টা করছেন রোহিঙ্গারা। সন্ত্রাসী সামরিক জান্তার নির্যাতনের মুখে ২০১৭ সালে রোহিঙ্গারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, পুনরায় ঠিক একই পরিস্থিতির মুখোমুখি শিকার হতে যাচ্ছে রোহিঙ্গারা।
এ অবস্থায় রোহিঙ্গাদের উদ্ধারে আপামর মুসলিমদের দ্রুত প্রতিবাদ ও প্রতিরোধ জিহাদ শুরু করা উচিত বলে জানিয়েছেন হকপন্থী উলামারা।
তথ্যসূত্র:
——-
1. AA and military are fighting nearby Rohingya villages resulting 10 Rohingya have been killed-
– https://tinyurl.com/bde79psd
2. video link-
– https://tinyurl.com/y2s3868v