‘তারা সুন্দরীদের ছবি তোলেন, ব্যবসা করাতে চান’ ইডেন কলেজের নেত্রীর স্বীকারোক্তি

ইউসুফ আল-হাসান

1
1114

প্রায় প্রতিদিনই আলোচনায় থাকে ছাত্রলীগের নানা অপকর্ম। ছাত্রলীগের পুরুষ শাখার তুলনায় অপকর্মে পিছিয়ে নেয় নারী শাখাও। বিভিন্ন সময়ে পত্রিকায় এসেছে ছাত্রলীগ নেত্রীদের অপকর্মের ফিরিস্তি। সম্প্রতি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের নারী সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তার, সিট বাণিজ্য, সাধারণ ছাত্রীদের হেনস্তাসহ নানা অনৈতিক কর্ম তাদেরকে আলোচনায় নিয়ে এসেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের মহিলা সদস্যদের মধ্যে হয়েছে তুমুল মারামারি।

তবে এসব কিছু ছাপিয়ে ইডেন কলেজ ছাত্রীদের ভয়ানক এক সত্য আবারও সবার সামনে এসেছে। ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা কলেজটির হলে থাকা সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে রেখে পরবর্তী সময়ে তাদেরকে অনৈতিক কাজ করতে বাধ্য করে। সাধারণ ছাত্রীদের দিয়ে দেহব্যবসা করে ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা। আর এসব কথা এবার ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে অপর পক্ষে নিজেরাই সামনে এনেছে।

এসব বিষয়ে উক্ত কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী জানায়, ‘কলেজটির ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন সহিংস আচরণ নতুন নয়, আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। আমাদের রুমের মেয়েদেরকে তারা নিয়ে যেতে চেয়েছেন। কিন্তু মেয়েরা তো তাদের কাছে নিরাপদ মনে করেন না। কারণ তারা ওই মেয়েদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা করাতে চান। বৈধ রুমের মেয়েরা উপস্থিতি খাতায় স্বাক্ষর করার সময় সভাপতির অনুসারীরা তাদের ছবি তুলে রাখেন। সেখান থেকে কোন মেয়েটা সুন্দর তা নির্বাচন করে রাখা হয়। তারপর সেই মেয়েদেরকে রুমে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। খারাপ উদ্দেশ্যে তাদেরকে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়া হয়। কিছুদিন আগে একজন মেয়ে কান্না করতে করতে এ বিষয়ে বিবৃতিও দিয়েছেন।

এ ধরণের একটি ঘটনা গত আগস্ট মাসে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, উক্ত কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্নার অডিও ফাঁসের ঘটনায় সাধারণ দুই ছাত্রীকে ৭ ঘণ্টা আটকে রেখে নির্যাতন এবং নগ্ন করে ভিডিও ধারণ করে তামান্না। আর এই ভিডিও ভাইরাল করে ছাত্রীদের সর্বনাশ করার হুমকিও দিয়েছিল সে।

কলেজটিতে এসব ঘটনা নতুন নয় জানিয়ে লিজা আক্তার নামে ইডেন মহিলা কলেজের সাবেক এক ছাত্রী নিজের ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, বর্তমানে কলেজটির যে চিত্র টেলিভিশন ও সংবাদমাধ্যমের খবরে উঠে আসছে, তা বহু পুরনো। এমন দৃশ্য তাকে প্রায়ই দেখতে হতো। কলেজটির পরিবেশকে জঘন্য বলে উল্লেখ করেছেন তিনি।


তথ্যসূত্র:
——
১। ‘তারা সুন্দরীদের ছবি তোলেন, ব্যবসা করাতে চান’ ইডেন শিক্ষার্থীর বিস্ফোরক মন্তব্য-
https://tinyurl.com/2p8zrznh
২। ইডেন কলেজ নিয়ে বাজে অভিজ্ঞতা জানালেন সাবেক ছাত্রী-
https://tinyurl.com/2whrupee

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ-শাবাবের পৃথক হামলায় আরও ৫৮ সেনা সদস্য হতাহত
পরবর্তী নিবন্ধকেরালায় স্কুলে হিজাব পরে আসায় বহিষ্কার মুসলিম ছাত্রী, প্রতিবাদ করায় ১২ ছাত্র নেতা আটক