পাকিস্তানের সীমান্ত অঞ্চলগুলিতে নিজেদের অবস্থান জোরদার করেছে দেশটির জনপ্রিয় ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান। গত ১৮, ১৯ ও ২০ নভেম্বর টিটিপির পৃথক ৬ হামলায় কমপক্ষে ২৫ গাদ্দার পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে।
আঞ্চলিক সংবাদ সূত্র উমর মিডিয়া এর এক রিপোর্ট থেকে জানা গেছে, এ হামলাগুলোর মধ্যে একটি হামলা চালানো হয়েছে গাদ্দার পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে ডি-আই খান অঞ্চলে। সেখানে বৃহস্পতিবার মধ্যবর্তী রাতে, গাদ্দার বাহিনীর এফসি ক্যাম্পে হামলা চালান মুজাহিদগণ। এ অভিযানে অন্তত ৩ গাদ্দার সদস্য হতাহত হয়।
বাকি ৫টি হামলায় নিহত হয়েছে ২২ গাদ্দার সৈন্য। লাকি মারওয়াত, বাজোর এজেন্সি, দক্ষিণ ওয়াজিরিস্তান, উত্তর ওয়াজিরিস্তান, ও ডেরা ইসমাইল খান এলাকায় একটি করে হামলা চালানো হয়।
এর মধ্যে লাকি মারওয়াতে ৮ পুলিশ সদস্য, বাজোর এজেন্সিতে ৩ সেনা সদস্য, দক্ষিণ ওয়াজিরিস্তানে পাকিস্তান সামরিক বাহিনীর হয়ে কাজ করা ৬ মিলিশিয়া, উত্তর ওয়াজিরিস্তানে ২ সেনা সদস্য, এবং ডেরা ইসমাইল খানে ৩ পুলিশ সদস্য নিহত হয়েছে।