সোমালি বাহিনী থেকে আরও দুই শহর পুনরুদ্ধার করেছে আশ-শাবাব

ত্বহা আলী আদনান

2
992
ফাইল ফটো।

সম্প্রতি সোমালিয়ার হিরান রাজ্যে ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব ও পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এসব সংঘর্ষে শত্রু বাহিনী পিছু হটতে বাধ্য হচ্ছে। ফলশ্রুতিতে প্রতিরোধ বাহিনী তাদের হাতছাড়া হওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হচ্ছেন আলহামদুলিল্লাহ।

স্থানীয় সূত্র মতে, গত ৭ ও ৮ ডিসেম্বর রাজ্যটির আরও ২টি শহর পুনরুদ্ধার করেছেন আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধারা।

সূত্র মতে, গত ৭ ডিসেম্বর হারাকাতুশ শাবাব মুজাহিদিন রাজ্যটির আলিগুদুদ জেলার আল-ফুরকান শহরে অতর্কিত হামলা চালান। সেখানে পশ্চিমা সমর্থিত গাদ্দার বাহিনী ও হারাকাতুশ শাবাবের মাঝে তীব্র লড়াই সংঘটিত হয়। কয়েক ঘন্টার তীব্র লড়াইয়ে সোমালি সামরিক বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ফলে শত্রু সেনারা আল-ফুরকান শহর ছেড়ে পালাতে বাধ্য হয়।

একই ভাবে, ৮ ডিসেম্বর সকালে, হারাকাতুশ শাবাব মুজাহিদিন হিরানের প্রাদেশিক রাজধানী বালডাওয়েনের উপকণ্ঠে অবস্থিত বিরহানি শহরে একটি ভারী সশস্ত্র হামলা চালিয়েছেন। প্রায় অর্ধশতাধিক মুজাহিদ একযোগে শহরের প্রধান সামরিক ঘাঁটি ঘিরে তীব্র আক্রমণ শুরু করেন। এতে গাদ্দার সোমালি বাহিনীর অসংখ্য সৈন্য হতাহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। ফলে হারাকাতুশ শাবাব মুজাহিদিন সামরিক ঘাঁটি ও শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।

এই শহরগুলো বিজয়ের পূর্বে হারাকাতুশ শাবাব মুজাহিদিন রাজ্যটির দক্ষিণ-পূর্ব উপকণ্ঠে অবস্থিত বোকো, বুরদার, নুরফানাক্স এবং তারেজান্তে শহরগুলি পুনরুদ্ধার করেছেন- আলহামদুলিল্লাহ।

2 মন্তব্যসমূহ

Leave a Reply to usama Adnan প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীর || ফের এক মুসলিম সাংবাদিককে গ্রেপ্তার করলো হিন্দুত্ববাদী পুলিশ
পরবর্তী নিবন্ধহিন্দুত্ববাদীদের স্বরূপ উদঘাটন করে বই লেখায় মুসলিম লেখক আটক