চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি খুন, আহত এক

0
506
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত। ফাইল ছবি।

ভারতের সন্ত্রাসী বিএসএফ আবারও গুলি করে এক বাংলাদেশিকে খুন করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে এ হতাহতের ঘটনা ঘটে।

এর আগে গত ১৫ ডিসেম্বর লালমনিরহাটের শাহাদাত হোসেন নামে এক বাংলাদেশিকে খুন করে সন্ত্রাসী বিএসএফ। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও খুনের এ ঘটনা ঘটলো।

জানা গেছে, নিহত বাংলাদেশির নাম শামীম রেজা। তার লাশ এখনো ভারতেই রয়েছে। রোববার সন্ধ্যার পর কয়েকজনের একটি দলের সঙ্গে বাড়ি থেকে বের হন শামীম। তারা ভারতে যায় গরু আনতে।

বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের দুই কিলোমিটার ভেতরে বিএসএফ চাঁদনিচক ক্যাম্পের কাছে মরাগাঙ্গ নদী পার হওয়ার চেষ্টা করে তারা। এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ফলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলই নিহত হন শামীম। এছাড়া হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরিফুল ইসলাম।

ভারতের বিএসএফ অ্যাক্ট ১৯৬৮ অনুযায়ী, পাচারকারী, চোরাকারবারি— কাউকেই কোন আঘাত করার এখতিয়ারও নেই বিএসএফের। তারপরও শুধু বাংলাদেশীদের গুলি করে মেরে ফেলা হচ্ছে। অথচ ভারতের অন্য সীমান্তগুলোর দৃশ্যপট ভিন্ন।

ভারতের সঙ্গে বৈরী চীনেরও সীমানা রয়েছে। সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করলেও গুলি ছোঁড়া হয় না। গত দুই সপ্তাহ আগেও চীন-ভারতের সেনারা সংঘর্ষে জড়িয়েছে। কিন্তু কেউ কাউকে গুলি করেনি। অথচ বাংলাদেশ সীমান্তে বিএসএফের মন চাইলেই দখলদার ইসরাইলের মতো গুলি করে বাংলাদেশীদের খুন করছে।

এর একটি কারণ হচ্ছে বাংলাদেশের দালাল শাসকদের নতজানু পররাষ্ট্র নীতি। আর মূল কারণ হচ্ছে হিন্দুত্ববাদী ভারতের প্রবল ইসলামবিদ্বেষ। সীমান্তে এখন পর্যন্ত কোন হিন্দু ধর্মাবলম্বীকে বিএসএফের গুলিতে নিহত হতে দেখা যায়নি।

ভারতের উদ্ধত ইসলামবিদ্বেষ আর দালাল শাসকশ্রেণীর নতজানু নীতির কারণেই গত জুলাই মাসে ভারতের বিএসএফ প্রধান বাংলাদেশের এসে বড় গলায় বলে গেছে যে, এ যাবতকালে সীমান্তে বিএসএফের গুলিতে যারা নিহত হয়েছেন, তারা সবাই অপরাধী।

আর ভারতের দাস বাংলাদেশের বিজিবি প্রধান এসব শুনেও নীরবে সন্ত্রাসী ভারতকে সমর্থন দিয়ে গেছে। সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানিদের পক্ষে সামান্য প্রতিবাদ করার হিম্মত তাদের নেই। গাদ্দার শাসকরা এভাবেই মাজলুম বাংলাদেশি মুসলিমদের রক্ত বিক্রি করে আসছে ক্ষমতার নেশায়। তারা কখনোই দেশ, জাতি ও মুসলিমদের রক্ষায় কাজ করে না।

তথ্যসূত্র:
১। সীমান্তে গুলিতে একজনের মৃত্যু, আহত ১ – https://tinyurl.com/yy6rzf4s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতালিবানের প্রযুক্তিগত সক্ষমতা: আধুনিক সামরিক যান ও হেলিকপ্টার মেরামত
পরবর্তী নিবন্ধশাবাবের ব্যাপক আক্রমণের শিকার উগান্ডান ও কেনিয়ান সামরিক ঘাঁটিগুলি