গণহত্যার হুমকি || হাজারো হিন্দুর সমাবেশে মুসলিমদের ‘বলি হওয়ার অপেক্ষায় থাকা ভেড়ার বাচ্চা’ সম্বোধন

উসামা মাহমুদ

0
800

তেলেঙ্গানার বিধায়ক উগ্র হিন্দু নেতা রাজা সিং ‘হিন্দু জন আক্রোশ মোর্চা’র অনুষ্ঠানে মুসলমানদের হত্যার বিষয়ে প্রকাশ্যে আহ্বান জানিয়েছে। একইভাবে, হিন্দুত্ববাদী নেতা সাক্ষী গায়কওয়াদ তার গণহত্যামূলক বক্তৃতায় বলেছে, “মুসলিমরা বলিদানকারী ভেড়ার বাচ্চার মতো, বলি হওয়ার অপেক্ষায় আছে।”

গত ২৯ জানুয়ারী রবিবার, মহারাষ্ট্রের মুম্বাইয়ে হিন্দু জন আক্রোশ মোর্চার একটি সমাবেশ হয়। সেখানে হাজারো উগ্র হিন্দু জনতা উপস্থিত ছিল। হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা মুসলমানদের বিরুদ্ধে এ বিশাল সমাবেশে গণহত্যামূলক উসকানি এবং ধর্মান্তর বিরোধী আইন ও কথিত ‘লাভ জিহাদ’ বিরোধী আইনের দাবি জানিয়েছে।

৪ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে চলা এই সমাবেশে হিন্দুত্ববাদীরা মুসলমানদের বিরুদ্ধে লাগাতার বিদ্বেষমূলক স্লোগান দিতে থাকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস), বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এর মতো এই হিন্দুত্ববাদী দলটিও মুসলিমদের প্রতি তীব্র ঘৃণাত্মক ও মারমুখী আচরণ করে। তারাও সকল হিন্দুকে মুসলিমদের বয়কটের আহ্বান জানায়।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনেক নেতা, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের শিবসেনা গোষ্ঠীর হিন্দুরাও সেই সমাবেশে অংশ নিয়েছে।

এরই মাঝে, গরুর মাংস বিক্রির অভিযোগে গাজীউর রহমান নামে এক মুসলিম যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে চরম নির্যাতন করে হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা। ঘটনাটি গত ২৯ জানুয়ারী রবিবার, কর্ণাটকের মুদিগেরে এলাকায় সংঘটিত হয়েছে। ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতের বর্তমান পরিস্থিতি মুসলিমদের জন্য কতটা উদ্বেগের, উপরের এই দুটি ঘটনাই তা প্রমাণের জন্য যথেষ্ট। মুসলিমদের তাই সার্বিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকাটাও এখন সময়ের দাবি বলে মনে করছেন ইসলামি চিন্তাবিদগণ।



তথসূত্র:
——-
1. Thousands of Hindu nationalists in Mumbai march against Muslims, raise hate slogans
https://tinyurl.com/4unnrzff
2. Hindutva leader & Telangana MLA T Raja Singh gives open call for violence & killing Muslims at the Hindu Jan Akrosh Morcha event organised by Sakal Hindu Samaj.
video link: https://tinyurl.com/2p8nkke3
3. Hindutva leader Sakshi Gaikwad in her genocidal speech, said that “Muslims are like sacrificial lambs, waiting to be sacrificed.”
video link: https://tinyurl.com/3u897j4j
4. Member of the far-right group Bajrang Dal tied a Muslim youth named Gajivur Rahman to an electricity pole and tortured him over the accusations of selling beef
https://tinyurl.com/yz4tryxx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার অস্ট্রেলিয়ায় হিন্দু-শিখ মারামারি!
পরবর্তী নিবন্ধযত্রতত্র ফিলিস্তিনিদের গুলি করে হত্যার অনুমতি দিতে যাচ্ছে দখলদার ইসরাইল