দেশে ফিরতে শুরু করেছেন আফগান শরণার্থীরা

সাইফুল ইসলাম

0
238
[আফগান শরণার্থীদের একাংশ।]

প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে প্রায় ৬০০ আফগান শরণার্থী গত সপ্তাহে আফগানিস্তান ফিরেছেন বলে জানিয়েছে দেশটির শরণার্থী ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত দুদিনে ৫৭৯জন আফগান শরণার্থী আফগানিস্তানে ফিরেছেন। এই শরণার্থীরা কয়েক বছর ধরে পাকিস্তানে অবস্থান করছিলেন। এর মধ্যে গত সোমবারে ৩৪৩ জন এবং মঙ্গলবারে ২৩৬ জনের একটি দল আফগানিস্তানে পৌঁছেছেন।

পাকিস্তান ও ইরানেই প্রায় ৫০ লক্ষ আফগান শরণার্থী বসবাস করছেন বলে তথ্য রয়েছে। তালিবান সরকারের অধীনে আফগানিস্তানের পরিস্থিতির উন্নতি ঘটায় এসব শরণার্থীরা ধীরে ধীরে তাদের জন্মভূমি আফগানিস্তান ইসলামি ইমারতে ফিরে আসতে শুরু করেছেন।

গত সপ্তাহে বাখতার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে দেখা গেছে, ইতোমধ্যে ৫৪,০০০ এর অধিক আফগান শরণার্থী ইরান থেকে দেশে ফিরেছেন।

আফগানিস্তান ইসলামি ইমারত প্রশাসন বিদেশে অবস্থান করা আফগান শরণার্থীদেরকে নিজ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে পুনর্গঠনে নিজেদের শক্তি-সামর্থ্য ব্যয় করারও আহ্বান জানিয়েছেন তারা।



 

তথ্যসূত্র:
1. Around 600 Afghan refugees return home recently from Pakistan
https://tinyurl.com/23cbmzkr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || শাবাব নিয়ন্ত্রিত অঞ্চলে সোমালিয়ান শিশুদের উৎসবমুখর ঈদ
পরবর্তী নিবন্ধ‘দ্য কেরালা স্টোরি’: মুসলিম গণহত্যার প্রেক্ষাপট তৈরির নতুন ইস্যু