জালাজদুদ রাজ্যের আরও ৭টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব

- আলী হাসনাত

1
682
জালাজদুদ রাজ্যের এলাকা বিজয়ের পর আশ-শাবাব মুজাহিদিন

কেন্দ্রীয় সোমালিয়ার জালাজদুদ রাজ্যের ধুসমারেব শহরের ৭টি এলাকা থেকে পিছু হটেছে মোগাদিশু প্রশাসনের সামরিক বাহিনী। আর পশ্চিমা সমর্থিত সোমালি সেনাবাহিনী পিছু হটার পরেই এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব।

রাজ্যটির এল-লাহেল শহরের নিয়ন্ত্রণ গ্রহণের একই দিনে ঐ এলাকাগুলোও নিজেদের নিয়ন্ত্রণে নেন আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধারা।

স্থানীয় সূত্রমতে, গত ১৫ সেপ্টেম্বর জালাজদুদ রাজ্যের ইল লাহেল শহরে মার্কিন প্রশিক্ষিত “দানব” ফোর্সের বিরুদ্ধে শাবাবের অভিযানের পর ঐ ৭ টি এলাকা থেকেও পিছু হটেছে আতংকিত সরকারি বাহিনী।

এদিন দানব ফোর্সের বিরুদ্ধে পরিচালিত অভিযানটি ছাড়াও আরও ৬টি পৃথক অভিযান চালিয়েছিলেন শাবাব যোদ্ধারা। এসবের ৩টিতেই মোগাদিশু সরকারি বাহিনীর অন্তত ১৬৫ সৈন্য নিহত হয়।

শাবাবের একদিনের অভিযানে বড় এই ধাক্কার পর সোমালি বাহিনীর মনোবল ভেঙে পড়ে। ফলে গত ১৮ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যটির ৭টি এলাকা থেকে সেনারা পিছু হটে যেতে বাধ্য হয়। আর এই সবকটি এলাকাই প্রাদেশিক রাজধানীর অনেক কাছাকাছি।

এল-লাহেল শহর ছাড়াও আশ-শাবাবের প্রতিরোধ যোদ্ধারা যেসব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছন, সেগুলো হল:
১ – ধোয়া
২ – লাবদুল্লী
৩ – দুলকাইস।
৪ – জেদ-তিমির
৫ – গুনসুর
৬ – জাল-কুরাইলী
৭ – বুলকাল

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআরও ৫০টি ট্যাংক মেরামত আফগান ইঞ্জিনিয়ারদের, শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার অঙ্গীকার
পরবর্তী নিবন্ধফিলিস্তিনে ইসরাইলি আগ্রসন, এক দিনে নিহত ৬ মুসলিম