ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরতা চলছেই। গত ২৩ অক্টোবর সকাল থকে ২৪ অক্টোবর সকাল নাগাদ বিমান হামলা চালিয়ে সাত শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। রাফা অঞ্চলেও এদিন বিমান হামলা চালিয়েছে তারা।
ইসরায়েলই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না শরণার্থী ক্যাম্পগুলোও। উত্তর গাজার আল-শাতি ক্যাম্পে হামলা চালিয়ে কমপক্ষে ১৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে।
রাতভর গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও শত শত মুসলিম। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭০৪ জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই সংখ্যা নিয়ে এখন পর্যন্ত নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৭৯১ জনে, যাদের মধ্যে শিশু ২ হাজার ৩৬০ জন।
উল্লেখ্য, আল-ওয়াফা হাস্পাতালের কাছেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। ব্যাপক হামলা চালানো হয়েছে দক্ষিণ গাজার রাফা অঞ্চলেও।
তথ্যসূত্র:
1. Israel-Hamas war live: New evacuation warnings after 140 killed in Gaza
– https://tinyurl.com/bdebc2fd