২৪ ঘণ্টায় আরও ২৪৩ জন ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

- মুহাম্মাদ মহসিন

0
335

গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক মুসলিম গণহত্যার ৩৫ দিন অতিক্রম করেছে। এখনো থেমে নেই তাদের নির্বিচারে বোমা হামলা। ২৪ ঘণ্টায় (১০ নভেম্বর সকাল পর্যন্ত) আরও ২৪৩ জন নিরীহ ফিলিস্তিনি গণহত্যার শিকার হয়েছেন। এর ফলে মোট নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১০,৮১২ জনে দাঁড়িয়েছে। আল-জাজিরা প্রতিবেদন বলছে, নিহতদের মধ্যে ৬৮ শতাংশই শিশু ও নারী।

গত ২৪ ঘণ্টায় গাজার কয়েকটি হাসপাতাল লক্ষ্য করে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বিমানগুলো। এর মধ্যে উত্তর গাজার আল-শিফা হাসপাতাল এলাকার আশেপাশের রাস্তায় বেসামরিক মানুষকে টার্গেট করে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অসংখ্য মানুষ হতাহত হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মুসলিম শিশু ও নারীদের ছিন্ন-ভিন্ন লাশ রাস্তায় চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে।

এর আগে আবু সালমিয়া হাসপাতাল, পেশেন্টস ফ্রেন্ডস হাসপাতাল ও আল-আওদা হাসপাতালের আশেপাশে টার্গেট করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফলে হাসপাতাল ও আশপাশে আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এছাড়াও ১০ নভেম্বর ফজরের সময় আল-শিফা হাসপাতাল ও ইন্দোনেশিয়ান হাসপাতালের আশেপাশে ব্যাপক বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সেখানে পাঁচ সেকেন্ডের কম সময়ের মধ্যে ১৬ টির বেশি নিক্ষেপ করেছে ইসরায়েল। এতে বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি ৬ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, হামলা অব্যাহত রয়েছে।

এদিকে, গতকাল স্থল অভিযানে গাজার উত্তরাঞ্চল দখলে নেয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় ইসরায়েলি বাহিনী এলাকার বাসিন্দাদের ৪ ঘণ্টার মধ্যে এলাকা ত্যাগের ঘোষণা দিলে অন্তত ৫০ হাজার মানুষ নিজ এলাকা ত্যাগ করে।

অন্যদিকে পশ্চিম তীরেও থেমে নেই দখলদার বাহিনীর আগ্রাসন। এলাকাটিতে গত ২৪ ঘণ্টায় ১৮ ফিলিস্তিনিকে খুন করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে অধিকৃত পশ্চিম তীরে নিহতের সংখ্যা ১৭৫ এ দাঁড়ালো।



 

তথ্যসূত্র:
————-
1. UN: 243 more Palestinians killed in Gaza in 24-hour period
https://tinyurl.com/yeyrhwty
2. Hostilities in the Gaza Strip and Israel | Flash Update- 34
https://tinyurl.com/yymapwak

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের হয়ে যুদ্ধে গেছে দুই শতাধিক মিজো ইহুদি
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট — ১০ নভেম্বর, ২০২৩