ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৫ নভেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
457

• সন্ত্রাসী দখলদার ইসরায়েল আল-শিফা হাসপাতালে নতুন করে অভিযান পরিচালনা করছে। হাসপাতালের দক্ষিণ গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে সন্ত্রাসীরা। একটি এমআরআই স্ক্যানারসহ অন্যান্য মেডিকেল জিনিসপত্র ধ্বংস করেছে দখলদার ইসরায়েল।

• বেঞ্জামিন নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর ল্যাপিড।

• জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় ‘মানবিক বিরতি’ –এর আহ্বান জানিয়ে প্রস্তাব পেশ করা হয়। সেখানে ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্যই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি পাশ হয়। এই প্রস্তাবে ভোট প্রদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং রাশিয়া। অবশ্য রাশিয়ার প্রস্তাব ছিল যুদ্ধবিরতির। সেই প্রস্তাব ব্যর্থ হয়েছে।

• জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই ‘মানবিক বিরতি’-এর প্রস্তাবের ব্যাপারে জাতিসংঘে নিয়োজিত ফিলিস্তিনী রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবে ৫ হাজার শিশুসহ ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনীকে ইসরায়েলীরা যে নির্বিচারে হত্যা করেছে, এই ব্যাপারে নিন্দা জানানো হয়নি। দখলদার সন্ত্রাসবাদী ইসরায়েল আবার জাতিসংঘের এই ‘মানবিক বিরতি’ এর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে।

• এদিকে হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘের পরিচালক নিরাপত্তা পরিষদের গৃহীত এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভোট প্রদানে বিরত থাকা ইসরায়েলের সামনে এটাই প্রমাণ করে যে, বিশ্বজুড়ে তাদের কার্যক্রম উদ্বিগ্নতা ছড়িয়েছে। এমনকি তাদের মিত্র দেশগুলোর মধ্যেও এর শক্তিশালী প্রভাব পড়েছে।

• আল শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযানের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে কাতার।

• দুই ডজন মার্কিন আইনপ্রণেতা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনকে চিঠি পাঠিয়েছে।

• গাজায় জর্দান পরিচালিত হাসপাতালে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় সাতজন মেডিকেল কর্মী আহত হয়েছেন। তারা অন্য আহতদের চিকিৎসা করার সময় সন্ত্রাসী ইসরায়েল তাদের উপর হামলা চালায়।

• নুসেইরাত ক্যাম্পের মালয়েশিয়ান একটি স্কুলে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল।

• আল-সাবরা বসতির একটি মসজিদে বর্বর দখলদার বাহিনী ইসরায়েলের হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন।

• আল-কাসসাম ব্রিগেড জুহর আল-দিকের পূর্বাঞ্চলে দখলদার বাহিনীর একটি দলের উপর হামলা চালিয়েছেন। এতে দখলদার বাহিনীর মধ্যে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল-কাসসাম ব্রিগেড। ১৫ই নভেম্বর, দখলদার বাহিনীর ১১টি সামরিক যান পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছেন মুজাহিদগণ।

• সন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় ১৪ নভেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে ১১,৪৫১ জন, যার মধ্যে ৪,৬৩০ শিশু ও ৩,১৩০ জন নারী। আহত হয়েছেন ৩১,৭০০ এরও বেশি ফিলিস্তিনি। দখলীকৃত পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে ১৯৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ২,৭০০ জন ফিলিস্তিনি। হাসপাতালগুলোতে সন্ত্রাসী ইসরায়েলের হামলা ও অপারেশনের কারণে যথাযথেভাবে এই সংখ্যা জানা এখন দুরূহ হয়ে পড়েছে। এজন্য এই তথ্য হালনাগাদ সম্ভব হচ্ছে না।



আগের পর্বগুলো পড়ুন
১। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৫ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/06/65088/
২। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৬ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/07/65100/
৩। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৭ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/08/65118/
৪। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৮ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/09/65137/
৫। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৯ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/10/65155/
৬। ফিলিস্তিনের জিহাদ || আপডেট — ১০ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/11/65167/
৭। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/12/65170/
৮। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১২ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/13/65182/
৯। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৩ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/14/65199/
১০। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৪ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/15/65208/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার জাবালিয়ায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ৩০
পরবর্তী নিবন্ধমানবতার শত্রু ইসরায়েলের পেছনে প্রকৃত অপরাধী আমেরিকা!