ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৩ নভেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
216

• ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জুকু উয়িদুদু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আবেদন জানিয়েছে, “গাজায় নৃশংসতা বন্ধে আরও বেশি কিছু করুন।” এছাড়াও মানবতার স্বার্থে এখন যুদ্ধবিরতি আবশ্যক বলে মন্তব্য করেছেন জুকু উয়িদুদু।

• ইসরায়েল হাসপাতালগুলোকে হামাসের অবকাঠামো দাবি করে হাসপাতালে হামলা করাকে বৈধ বানানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের এক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ।

• যুক্তরাষ্ট্রের ৩০ এর অধিক সুশীল সমাজ এবং বিশ্বাসভিত্তিক সংগঠন একটি চিঠিতে স্বাক্ষর করেছে, যেখানে ইসরায়েলকে ১৫৫ এমএম আর্টিলারি শেল না পাঠাতে বাইডেন প্রশাসনকে তাগিদ দেওয়া হয়েছে।

• ইসরায়েল বার বার শেষ মুহূর্তে এসে বন্দী বিনিময় চুক্তিতে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন হামাসের মুখপাত্র ওসামা হামদান।

• ইসরায়েলের এক নারী সেনা সদস্যকে বন্দী করেছিলেন আল-কাসসাম ব্রিগেড। ঐ নারী সদস্যের বন্দীত্বের ভিডিও-ও প্রকাশ করেছেন তারা। দখলদার ইসরায়েল ঐ নারীকে তাদের সেনা সদস্য হিসেবে স্বীকার করেছে। সম্প্রতি গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে ঐ ইসরায়েলী নারী সেনা সদস্য নিহত হয়েছে।

• মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অধিকার কেন্দ্র ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর পক্ষে প্রেসিডেন্ট জো বাইডেন, সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের বিরুদ্ধে ইসরায়েলের গাজা “গণহত্যা”য় প্ররোচনা দেওয়ার ব্যাপারে অভিযুক্ত করে একটি ফেডারেল মামলা দায়ের করেছে৷

• আগামীকালের মধ্যে গাজায় কোনো জ্বালানি প্রবেশের অনুমতি না দিলে গাজায় মানবিক কার্যক্রম “বন্ধ হয়ে যাবে” বলে সতর্ক করেছে ইউএনআরডব্লিউএ(UNRWA)।

• তুর্কির সাহায্যবাহী জাহাজ সোমবার মিশরে পৌঁছেছে। মিশরের গাজার নিকটবর্তী সীমানায় মাঠ হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে এসেছে জাহাজটি।

• গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১১,২৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ৪৬৩০ জন শিশু। আহত হয়েছেন কমপক্ষে ২৭৪৯০ জন, যার মধ্যে কমপক্ষে ৮৬৬৩ জন শিশু রয়েছে। ২৭০০ এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন যাদের মধ্যে প্রায় ১৫০০ শিশু। পশ্চিম তীরে নিহত হয়েছেন কমপক্ষে ১৮৩ জন, যার মধ্যে ৪৪ জন শিশু এবং আহত হয়েছেন কমপক্ষে ২৪০০ জন।



আগের পর্বগুলো পড়ুন
১। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৫ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/06/65088/
২। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৬ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/07/65100/
৩। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৭ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/08/65118/
৪। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৮ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/09/65137/
৫। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৯ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/10/65155/
৬। ফিলিস্তিনের জিহাদ || আপডেট — ১০ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/11/65167/
৭। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১১ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/12/65170/
৮। ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১২ নভেম্বর, ২০২৩
https://alfirdaws.org/2023/11/13/65182/

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || গাজাবাসীকে নির্মূলের পরিকল্পনা জায়নিস্ট ইসরায়েলের
পরবর্তী নিবন্ধগাজার আল-শিফা হাসপাতাল ঘেরাও, হাসপাতালের অভ্যন্তরে অভিযান চালাচ্ছে ইসরায়েল