ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

0
116

• গাজার দেইর আল-বালাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া এক বাড়িতে হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। এতে অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতদের আল-আকসা শহীদি হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশংকা করা হচ্ছে।
• জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউএ-এর মুখপাত্র বলেছে, ‘আমরা আর কয়েক সপ্তাহ, পাঁচ বা ছয় সপ্তাহ বা তার চেয়ে কম সময় আছি। এর পর আমরা আর সাহায্য কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম থাকব না।’
• জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছে, গাজায় ব্যবহারের জন্য ইসরায়েলকে যেকোনো ধরনের অস্ত্র বা গোলাবারুদ দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে গণ্য হওয়ার মতো।
• ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৯,৫১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৯,৬১৬ জন ফিলিস্তিনি।
• ২৩শে ফেব্রুয়ারি জায়োনিস্ট বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের চালানো হামলার বিবরণ:

আল-কাসসাম ব্রিগেড:

🔻 গাজার জায়তুন এলাকার দক্ষিণপশ্চিমে ইয়াসিন ১০৫ দিয়ে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন।

🔻 জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনী একটি বাড়িতে অবস্থান নিয়েছিল। সেই বাড়িতে অ্যান্টি পার্সনেল রকেট হামলা চালিয়েছেন মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।

আল-কুদস ব্রিগেড:

🔻 জায়তুন এলাকায় স্ট্রিট ৮-এ জায়োনিস্ট বাহিনীকে সুপরিকল্পিত অ্যাম্বুশের শিকার বানিয়েছেন। এসময় জায়োনিস্ট বাহিনীর দুটি মারকাভা ট্যাংক ধ্বংস করেছেন যোদ্ধারা।

🔻 মধ্য গাজার পূর্বাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 দক্ষিণ গাজার ‘দাওলা এবং স্ট্রিট ৮’ এর আশপাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

🔻 খান ইউনিসের পশ্চিমাঞ্চলে আরপিজি দিয়ে ২টি সামরিকন যানে হামলা করেছেন।

🔻 খান ইউনিসের মধ্যাঞ্চলে জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা ট্যাংকে আরপিজি দিয়ে হামলা চালিয়েছেন।

🔻খান ইউনিসের পশ্চিমে একটি ভবনে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এসময় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।

🔻 খান ইউনিসের আবাসান আল-কাবিরা এলাকায় জায়োনিস্ট বাহিনীর একটি মারকাভা ট্যাংকে তানডেম রকেট দিয়ে হামলা করেছেন। ট্যাংকের ভেতরে এবং আশপাশে থাকা সৈন্যরা হতাহত হয়েছে।

🔻 আল-আমাল এলাকায় জায়োনিস্ট মারকাভা ট্যাংকে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন।

আল-আকসা ব্রিগেড:

🔻 আল-জায়তুন এলাকার দক্ষিণাঞ্চলে আরপিজি দিয়ে একটি জায়োনিস্ট সামরিক যানে হামলা চালিয়েছেন।

🔻 খান ইউনিসের পশ্চিমাঞ্চলে জায়োনিস্ট এপিসিতে হামলা চালিয়েছেন।

🔻 খান ইউনিসের মধ্যাঞ্চলে একটি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন।

🔻 গাজা শহরের দক্ষিণপূর্বে জায়তুন এলাকার উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।

মুজাহিদিন ব্রিগেড:

🔻 জায়তুন এলাকার একটি ভবনে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর সায়ের মিসাইল হামলা চালিয়েছেন। এতে শত্রুসৈন্যরা হতাহত হয়েছে।

🔻 খান ইউনিসের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

🔻 সারিয়্যা আল-কুদুসের সাথে যৌথ অপারেশন চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড। এসময় তারা খান ইউনিসের পশ্চিমে জাপানিজ এলাকার তাইবা টাওয়ারের আশপাশে কতিপয় জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন।

🔻 জায়তুন এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন মুজাহিদিন ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় বহু বেসামরিক লোক নিহত
পরবর্তী নিবন্ধইন্টারনেটে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করবে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান