• ইসরায়েল বলেছে, তাদের চুক্তি বিষয়ক প্রতিনিধিরা মিশরে আরেকটি নতুন যুদ্ধবিরতি চুক্তি আলোচনার প্রস্তাব হামাসকে পাঠাবে।
• ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন বলেছে, গাজায় ‘খাবারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে’।
• জায়োনিস্ট ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১৯৬ জন ত্রাণ কর্মী নিহত হয়েছেন ।
• সিরিয়ায় ইসরায়েলের চলমান হামলা আঞ্চলিক যুদ্ধ বিস্তৃত করতে পারে এবং শান্তি ও নিরাপত্তা বিনষ্ট করতে পারে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানিয়েছে জাতিসংঘের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সহকারী সেক্রেটারি-জেনারেল খালেদ খিয়ারি।
• গাজায় দখলদার ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩২,৯১৬ জন ফিলিস্তিনি।
• মধ্য গাজার দেইর আল-বালাহের পূর্বে ‘ইয়াসিন ১০৫ রকেট’ দিয়ে জায়োনিস্ট ডি৯ সামরিক বুলডোজারে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• দেইর আল-বালাহতে একটি ভবনে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনী। তাদের উপর দুর্গবিধ্বংসী টিবিজি গোলা দিয়ে হামলা চালান আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে এক দখলদার জায়োনিস্ট সৈন্য নিহত এবং আরেক সৈন্য আহত হয়েছে।
• পশ্চিম তীরের নাবলুসে বালাতা ক্যাম্পে অনুপ্রবেশ করেছিল জায়োনিস্ট বাহিনীর একটি স্পেশাল ফোর্স। আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে তাদের বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন।
• আল-কুদসের কালানদিয়া ক্যাম্পে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধেও তীব্র লড়াই করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।