– গাজার মাগাজি শরণার্থী ক্যাম্পে খেলার মাঠে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে শিশুসহ ১১ জন নিহত হয়েছে এবং আরো অনেকে আহত হয়েছে।
– গাজা শহরে ত্রাণ প্রতিরক্ষা কর্মীর দায়িত্বপালনকারীদের গাড়িতে হামলা চালিয়ে অন্তত ৭জনকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী।
– রাফাতে ইয়াবনা শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। ৪ শিশুসহ নিহত হয়েছে অন্তত ৭জন।
– দখলীকৃত আল কুদুসের শোয়াফাত ক্যাম্প থেকে ১২ বছর বয়সী এক বালককে অপহরণ করেছে দখলদাররা।
– গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,৮৪৩ জন ফিলিস্তিনি।
– ইসরায়েলের সাথে গুগলের সম্পর্কের প্রতিবাদ করার কারণে গুগলের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
– পশ্চিম তীরে জায়োনিস্ট দখলদাররা ফিলিস্তিনিদের উপর বর্বর আগ্রাসন অব্যাহত রেখেছে। সম্ভাব্য সকল উপায়ে শত্রুদের মোকাবেলা করতে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আহ্বান জানিয়েছে হামাস।
– বেইত হানুনে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন আল কাসসাম ব্রিগেড।
– গাজার উত্তরে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন উমার আল কাসিম বাহিনী।
– নাবলুসে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।