• জাতিসংঘ বলেছে, যুদ্ধবিধ্বস্ত গাজা পুননির্মাণ করতে খরচ হবে অন্তত ৪০ বিলিয়ন ডলার। আর এই কাজে এমন শ্রম দিতে হবে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর দেখা যায়নি।
• নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালিয়ে যেতে মিশরে যাচ্ছেন একদল হামাস প্রতিনিধি।
• হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির আলোচনার ফাঁস হওয়া বিস্তারিত তথ্যে জানা যায়, এবার যুদ্ধবিরতি তিনধাপে হবে। উভয় পক্ষই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আপস করবে।
• মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। এতে এক শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।
• রাফায় একটি বাড়িতে বোমা হামলা চালিয়ে ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• যুদ্ধবিরোধী বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলের ভেতরে গুলিবর্ষণ করেছে নিউইয়র্কের এক পুলিশ অফিসার।
• গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভরত প্রায় ২০০০ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
• গাজায় জায়োনিস্ট ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৫৯৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৭৭,৮১৬ জন।
• দখলীকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলের ব্রানিট ব্যারাকে জায়োনিস্ট বাহিনীর উপর রকেট হামলা চালানো হয়েছে। এই রকেটগুলো ছোঁড়া হয়েছে দক্ষিণ লেবানন থেকে।
• গাজা শহরের দক্ষিণ-পশ্চিমের শেখ আজলিন এলাকার পাশে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• কালকিলিয়ার পূর্বে আজজুনে একটি জায়োনিস্ট গাড়িতে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন প্রতিরোধী যুবকরা।
• উমার আল-কাসিম বাহিনী এবং আল-কুদুস ব্রিগেড যৌথভাবে শেখ আজলিনে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
• রামাল্লার উত্তরে জালাজুন ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে জড়িয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা। এসময় তারা জায়োনিস্ট বাহিনীর উপর মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালান।