গাজায় জায়োনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছেন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা। সেই ধারাবাহিকতায় গাজা শহরের দক্ষিণে নেটজারিম ও হুলিট এলাকায় অবস্থিত জায়োনিস্ট বাহিনীকে ধ্বংস করতে মর্টার শেল ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেন মুজাহিদগণ।
গত ১ মে বুধবার, উক্ত এলাকায় জায়োনিস্ট বাহিনীর উপর হামলার ২টি ভিডিও প্রকাশ করে আল-কাসসাম ব্রিগেড। প্রায় আড়াই মিনিট ও এক মিনিটের ভিডিও ২টিতে দেখা যায়, প্রতিরোধ যোদ্ধারা জায়োনিস্ট বাহিনীকে লক্ষ্য করে রাজুম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন মডেলের মর্টার শেল নিক্ষেপ করছেন। আর সেগুলো লক্ষ্যবস্তুতে গিয়ে সফলভাবে আঘাত হানছে।
আঞ্চলিক সূত্রমতে, এদিন প্রতিরোধ যোদ্ধাদের হামলায় জায়োনিস্ট বাহিনীতে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। অপরদিকে জায়োনিস্ট বাহিনী ক্ষয়ক্ষতির সঠিক তথ্য গোপন করতে স্বীকার করে যে, অঞ্চলটিতে এদিন প্রতিরোধ যোদ্ধাদের হামলায় তাদের ১২ সৈন্য আহত হয়েছে।
জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মুজাহিদদের মর্টার শেল নিক্ষেপের দৃশ্য দেখুন:
ভিডিও ডাউনলোড করুন:
https://archive.org/details/20240505_20240505_1217