পশ্চিম তীরে ১২ ঘণ্টার অভিযানে ৫ ফিলিস্তিনি নিহত

0
69
পশ্চিম তীরে ১২ ঘণ্টার অভিযানে ৫ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের তুলকারম নগরীর কাছের একটি গ্রামে ৪ মার্চ শনিবার টানা ১২ ঘন্টার অভিযান চালিয়ে অন্তত ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেরই আল-গুসানে রাতভর অভিযান চালায় দখলদার ইসরায়েল বাহিনী। এতে অনেক বেসামরিক মানুষ আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে এক ফিলিস্তিনির মৃত্যু হয়।

ঘটনাস্থলে থাকা রয়টার্সের একজন প্রতিবেদক ইসরায়েলি বাহিনীকে আরও দুইটি মৃতদেহ নিয়ে ওই গ্রাম ত্যাগ করতে দেখেছেন।
তিনি জানান, সেনারা একটি ভবন ধ্বংস করতে বুলডোজার মোতায়েন করেছিল এবং ধ্বংসস্তূপ থেকে অন্তত একটি মৃতদেহ বের করা হয়েছে।

এ ছাড়া অভিযানে ইসরায়েলের সীমান্ত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন সদস্য আহত হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

গত বছর ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী এবং ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৪৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই কোনো ধরণের বিবাদে জড়িত না হওয়া একেবারেই সাধারণ ফিলিস্তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের আক্রমণে গাজায় কমপক্ষে ৩৪ হাজার ৬৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

তথ্যসূত্র:
1.Israelis kill 5 Palestinians in West Bank
– https://tinyurl.com/2kejmev3
2.Israeli forces kill Hamas gunmen in overnight raid near West Bank’s Tulkarm
– https://tinyurl.com/2595h34m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রায় ৩০ বছরেও কেন শেষ হয়নি পূর্বাচল শহর প্রকল্প?
পরবর্তী নিবন্ধসোমালিয়ার রাজধানীতে এক সপ্তাহে শাবাবের ১৭ অভিযান