পাশদান বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ পুনরায় শুরুর ঘোষণা ইমারতে ইসলামিয়ার

0
138
পাশদান বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ পুনরায় শুরুর ঘোষণা ইমারতে ইসলামিয়ার

ক্ষমতা গ্রহণের পর অসমাপ্ত প্রকল্পসমূহ সম্পন্ন করতে ইমারতে ইসলামিয়া সরকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল। যুদ্ধ পরবর্তী দুর্দশা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি অসংখ্য প্রতিকূলতার মাঝেও প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর ইমারতে ইসলামিয়া সরকার।

আফগানিস্তানের হেরাত প্রদেশে অবস্থিত পাশদান বাঁধ নির্মাণ প্রকল্প আফগানিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। ১০ বছর পূর্বে বিগত পুতুল সরকারের শাসনামলে প্রকল্পটির কাজ উদ্বোধন হয়েছিল। অতঃপর তৎকালীন শাসনামলে প্রকল্পের কাজ প্রায় ৮৫% পর্যন্ত সমাপ্ত হয়েছিল। গত ২৮ এপ্রিল উক্ত প্রকল্পের অবশিষ্ট কাজ উদ্বোধন করলেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও পানি সম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনসুর হাফিযাহুল্লাহ ও হেরাত প্রদেশের গভর্নর শাইখ নূর আহমেদ ইসলামজার হাফিযাহুল্লাহ।

পাশদান বাঁধ নির্মাণ প্রকল্পের ধার্যকৃত ব্যয় ১১৭ মিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্ট জলবিদ্যুৎ প্লান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২ মেগাওয়াট। এটির পানি ধারণ ক্ষমতা হবে ৫৪ মিলিয়ন ঘনমিটার। এটির আওতায় ১৩ হাজার হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা সরবরাহ করা সম্ভব হবে।
বর্তমানে প্রায় ৪০০ জন কর্মী উক্ত নির্মাণ কাজে সম্পৃক্ত রয়েছে। চলতি সৌর হিজরি সালের শেষ নাগাদ এটি চালু করার ব্যপারে আশাবাদী সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কৃষি জমিতে সেচ সুবিধা ও সুপেয় পানির সরবরাহের উদ্দেশ্যে প্রধানত বাঁধটি নির্মিত হচ্ছে। বাঁধটির কমান্ড এরিয়ার আওতায় পরবর্তীতে ৭৩ কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীগণ, যার ফলে অসংখ্য জমি কৃষি আবাদের অন্তর্ভুক্ত হবে। ফলে কৃষি কাজে হাজার হাজার নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ।

তথ্যসূত্র:
1) Baradar visits Pashdan Dam, as work on project resumes
– https://tinyurl.com/muc9abms
2) Economic deputy PM Inaugurates commencement of remaining works of Pashdan Dam in Herat
– https://tinyurl.com/5n8xnwef

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার রাজধানীতে এক সপ্তাহে শাবাবের ১৭ অভিযান
পরবর্তী নিবন্ধবনের জমি দখল করে কারখানা-রিসোর্ট: শত কোটি টাকার বাণিজ্য