ইতিহাসে প্রথমবারের মতো বিদেশে ওষুধ রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির উখাইস ফ্যাক্টরির কল্যাণে প্রথমবারের মতো বিদেশে ঔষধ রপ্তানির সক্ষমতা অর্জন করেছে দেশটি।
গত ৬ মে এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো বিদেশে ওষুধ রপ্তানির সুসংবাদ প্রদান করেন ইমারতে ইসলামিয়ার খাদ্য ও ঔষধ প্রশাসনের প্রধান ডা. আব্দুল বারী উমর হাফিযাহুল্লাহ।
তিনি বলেন, “গত আড়াই থেকে তিন বছর সময়ে শিল্প ও অর্থনীতি সেক্টরে আমরা যে উন্নয়ন অর্জন করছি, তা দেশের ইতিহাসের এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বর্তমানে ইরাক সহ বিভিন্ন আরব দেশে ওষুধ রপ্তানি শুরু করেছে।”
তিনি আরও বলেন, “যদি আমরা জাতীয় পর্যায়ে বড় বড় ফ্যাক্টরি স্থাপন করতে পারি, তাহলে আমরা মেডিসিন ও চিকিৎসা খাতে শতভাগ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হব। এবং ক্যান্সার রোগ নিরাময়েও আমাদের নিজস্ব মেডিসিন থাকবে। আমাদের নিজেদের তৈরি মাইক্রোস্কোপ, মাইক্রো ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান ও এক্স-রের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রপাতি থাকবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
1. Afghanistan to export medicine abroad for the first time in its history
– https://tinyurl.com/48syjdvx