ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৬ মে, ২০২৪

0
150

কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের পেশ করা যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছে হামাস।

প্রস্তাবিত এই চুক্তিটি ৩টি ধাপে সম্পন্ন হওয়ার কথা বলা হয়েছে। চুক্তিতে আছে, জায়োনিস্ট ইসরায়েল গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজেদের বাড়িতে ফিরে যাবে, ইসরায়েলি বন্দী এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময় হবে।

জায়োনিস্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, এই প্রস্তাবটি ইসরায়েলের দাবির সাথে সংগতিপূর্ণ নয়। তবে আলোচনার জন্য জায়োনিস্ট ইসরায়েল কায়রোতে তাদের প্রতিনিধি দল পাঠাবে।

ইসরায়েলের যুদ্ধ সংক্রান্ত মন্ত্রীসভার সিদ্ধান্ত হলো, তারা রাফায় সামরিক আগ্রাসন অব্যাহত রাখবে।

হামাস বলেছে, রাফায় ইসরায়েলের সামরিক আগ্রাসন কোনো ‘পিকনিক’ এর মতো হবে না। ফিলিস্তিনিদের প্রতিরক্ষা করার জন্য তাঁরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন।

সাহায্য সংস্থাগুলো জানাচ্ছে, রাফায় ইসরায়েলের সামরিক আগ্রাসন হলে, রাফায় ভয়ানক অবস্থার সৃষ্টি হবে।

শত সতর্কতাকে উপেক্ষা করে রাফার পূর্বাঞ্চলে একটি বাড়িতে বোমা হামলা করেছে জায়োনিস্ট ইসরায়েল। এতে অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন আরও দুটি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।

গাজায় মানবিক সহায়তা নিয়ে আসার সময় ত্রাণবাহী ট্রাকের উপর হামলা করেছে জায়োনিস্ট দখলদাররা।

গাজায় জায়োনিস্ট দখলদার ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৭৩৫ জন ফিলিস্তিনি।

কথিত নেতজারিম করিডোরে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ১১৪ মিমি স্বল্প-দূরত্বের রাজুম মিসাইল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড রুমে জিহাদ জিবরিল ব্রিগেডের সাথে যৌথভাবে স্বল্প দূরত্বের মিসাইল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং জিহাদ জিবরিল ব্রিগেড।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ১০৭ স্বল্প দূরত্বের মিসাইল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে বোমা হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।

তুলকারেমে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মেশিনগান এবং বিস্ফোরক ডিভাইস নিয়ে তীব্র লড়াই করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।

নেতজারিমে দখলদার শত্রু বাহিনীর অবস্থানে রকেট হামলা চালিয়েছেন আবু আলী মুস্তফা ব্রিগেড।

সেদরত, মেফ্লাসিম এবং গাজা এনভেলপে দখলদারদের অবস্থানে রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

সুফা সামরিক অবস্থানে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল নিক্ষেপ করেছেন উমার আল-কাসিম বাহিনী ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবারের মতো বিদেশে ওষুধ রপ্তানি করল আফগানিস্তান
পরবর্তী নিবন্ধফিলিস্তিনপন্থি প্রতিবাদে যোগ দিল আয়ার‌ল্যান্ড ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা