আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণে তৃতীয় গণকবরের সন্ধান

0
63

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সাত মাস ধরে চলা ইসরায়েলের হামলা ও গণহত্যার মাঝেই এবার গাজার আল-শিফা হাসপাতালে আবারো গণকবরের সন্ধান পাওয়া গেছে। গত ৮ মে, বুধবার গাজার সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফার প্রাঙ্গণে তৃতীয় গণকবরের সন্ধান পেয়েছে মেডিকেল টিম। বুধবার ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নতুন আবিষ্কৃত এই গণকবর থেকে এখন পর্যন্ত প্রায় ৪৯ জনের মৃতদেহ উত্তোলন করা হয়েছে।

হাসপাতাল চত্বর থেকে তৃতীয়বারের মতো সন্ধান পাওয়া গণকবরে মৃতদেহ অনুসন্ধানের কাজ এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে মৃতদেহ উদ্ধারের সংখ্যাটা ৪৯ আর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, এখন পর্যন্ত গাজার হাসপাতালগুলোর ভেতরে মোট সাতটি গণকবর পাওয়া গেছে। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনুসে আরেকটি বৃহৎ হাসপাতাল আল-নাসের হাসপাতালে এর আগে আরো ৩টি এবং কামেল আদওয়ান হাসপাতালের প্রাঙ্গনে একটি গণকবরের সন্ধান পায় হাসপাতাল কর্তৃপক্ষ। এসব কবর থেকে এ পর্যন্ত মোট ৫২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নতুন গণকবরের আবিষ্কার জনগণ এবং চিকিৎসাখাতের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরতার নতুন প্রমাণ। গত সাত মাস ধরে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হানাদার বাহিনী। গত বছরের ৭ অক্টোবর থেকে তাদের হামলায় ৩৪ হাজার ৮০০ জনের বেশি নিহত এবং আরো ৭৮ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. 3rd mass grave found at Gaza hospital amid Israeli onslaught
https://tinyurl.com/2nvhc7fv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখাদ্যে মূল্যস্ফীতি ১৫%, বিপাকে দেশবাসী
পরবর্তী নিবন্ধফিলিস্তিনপন্থি পোস্টে লাইক দেয়ায় মুসলিম অধ্যক্ষকে পদত্যাগের নির্দেশ