ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২০ মে, ২০২৪

0
186

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়্যুভ গ্যালান্ট এবং তিন জন হামাস নেতা—ইয়াহইয়া সিনওয়ার, মুহাম্মাদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি এবং ইসমাঈল হানিয়েহ-কে গ্রেফতার আদেশ জারি করার আবেদনপত্র দাখিল করেছে। ফিলিস্তিনিরা হামাস নেতাদের গ্রেফতারের আদেশের এই আবেদনের ব্যাপারে বলেছেন, এটা বিভ্রান্তিকর সিদ্ধান্ত। কারণ এখানে ভুক্তভোগী এবং অপরাধীকে একই কাতারে রাখা হয়েছে!

জায়োনিস্ট বাহিনী রাফায় আগ্রাসন চালানোর পর লেবানন ফ্রন্টে যুদ্ধের বিস্তৃতি তুলনামূলক বেশি হয়েছে বলে জায়োনিস্ট সূত্রগুলো জানাচ্ছে।

গত দুই সপ্তাহে ৯ লাখ মানুষ গাজার অভ্যন্তরে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫,৫৬২ জন ফিলিস্তিনি।

দক্ষিণ গাজার রাফাহ স্থল সীমান্তের ভেতরে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করেছেন আল-কাসসাম মুজাহিদিন।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে সার্ফেস টু এয়ার মিসাইল ৭ ব্যবহার করে একটি জায়োনিস্ট অ্যাপাচি হেলিকপ্টারে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

রাফার পূর্বে জায়োনিস্ট বাহিনীর একদল পদাতিক সৈন্যের উপর একটি উচ্চমাত্রার বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন আল-কুদুস ব্রিগেড। এরপর প্রতিরোধ যোদ্ধারা আরও কয়েকটি বারক অ্যান্টি পার্সনেল বিস্ফোরক ডিভাইস দিয়ে জায়োনিস্ট সৈন্যদের উপর হামলা চালান। এতে শত্রু বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন আল-কুদুস ব্রিগেড।

জাবালিয়া ক্যাম্পের পূর্বে সিভিল প্রশাসন এলাকায় অবস্থানরত জায়োনিস্ট গাড়িতে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

গাজা উপত্যকাকে ঘিরে রাখা জায়োনিস্ট দখলদার বসতিগুলোতে যৌথভাবে রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড এবং আনসার ব্রিগেড।

জেনিনের কয়েকটি জায়গায় জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। এতে শত্রুসেনারা হতাহত হয়েছে বলে জানান আল-কুদুস ব্রিগেড।

রাফার পূর্বে আগ্রাসী জায়োনিস্ট দখলদার বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুল সেমিনারে আমিরুল মুমিনীনের গুরুত্বপূর্ণ কয়েকটি উপদেশ
পরবর্তী নিবন্ধগণহত্যার ২২৭ তম দিন: গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক ডজন বেসামরিক লোক নিহত