• নুসেইরাত শরণার্থী শিবিরে ভয়ানক হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সেখানে নিহতের সংখ্যা বেড়ে ২৭৪ জনে পৌঁছেছে, আহত হয়েছেন ৬৯৮ জনেরও বেশি।
• আল-আকসা হাসপাতালের ভেতরের অবস্থা ‘সম্পূর্ণ রক্তস্নাত’ বলে জানিয়েছেন ডাক্তাররা। একজন বলেছেন, হাসপাতালের ভেতরের অবস্থা দেখে মনে হবে এটা যেন একটা কসাইখানা।
• ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়ে তারা তাদের ৪ বন্দীকে মুক্ত করেছে। এই হামলায় এক ইসরায়েলি জায়োনিস্ট অফিসার নিহত হওয়ার কথা জানিয়েছে তারা।
• হামাসের সামরিক মুখপাত্র জানিয়েছেন, নুসেইরাত অপারেশনে জায়োনিস্ট ইসরায়েল তাদের কতিপয় বন্দীকে মুক্ত করতে গিয়ে বেশ কিছু বন্দীকে হত্যা করেছে। তবে কতজনকে হত্যা করেছে তার কোনো সংখ্যা তিনি বলেননি।
• গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,০৮৪ জন ফিলিস্তিনি।
• রাফার পূর্বে দখলদার বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে পূর্ব-প্রস্তুতকৃত মাইনফিল্ড দিয়ে হামলা চালিয়েছেন। এতে জায়োনিস্ট বাহিনী নিহত ও আহত হয়েছে।
• রাফার পূর্বে একটি সার্ফেস টু এয়ার মিসাইল (স্যাম-৭) দিয়ে একটি অ্যাপাচি হেলিকপ্টারে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• রাফার আল-আওদা এলাকার কাছে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালান মুজাহিদগণ এবং পরে পদাতিক জায়োনিস্ট সৈন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হন।
• নুসেইরাত ক্যাম্পের আকাশে একটি স্যাম-৭ মিসাইল দিয়ে একটি জায়োনিস্ট অ্যাপাচি হেলিকপ্টারে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আবু আলী মুস্তফা ব্রিগেড।
• গাজা শহরের জায়তুন পাড়ার পূর্বে একটি ভবনে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনী। তাদের উপর একটি অ্যান্টি পার্সনেল থান্ডার ডিভাইস বিস্ফোরণ করেছেন আল-কাসসাম মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে। একটি হেলিকপ্টার দিয়ে সেখান থেকে হতাহত জায়োনিস্ট সৈন্যদের নিয়ে গেছে জায়োনিস্ট বাহিনী।
• গাজা শহরের জায়তুন পাড়ার পূর্বে একটি তানডেম শেল এবং একটি শক ডিভাইস দিয়ে দুটি জায়োনিস্ট ডি৯ বুলডোজারে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।