ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৩ জুন, ২০২৪

0
161

রাফাহতে হেলিকপ্টার, ড্রোন এবং যুদ্ধবিমান থেকে হামলা অব্যাহত রেখেছে জায়োনিস্ট বাহিনী।

শীঘ্রই গাজা যুদ্ধবিরতি চুক্তি হবে কি না, বাইডেনের কাছে এমন প্রশ্ন রাখেন একজন সাংবাদিক। জবাবে বাইডেন বলে, নিকট ভবিষ্যতে গাজা যুদ্ধবিরতি হবে বলে সে প্রত্যাশা করে না। তবে সে আশাও হারায়নি বলে জানিয়েছে।

উত্তর গাজায় আবাসিক ভবনে জায়োনিস্ট হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

খান ইউনিসের উত্তরপশ্চিমে আল-কারারা এলাকায় মাছ ধরার নৌকাতে গুলিবর্ষণ করে অন্তত দুই জন ফিলিস্তিনিকে হত্যা করেছে সন্ত্রাসবাদী ইসরায়েল।

গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,২৩২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৮৫,০৩৭ জন।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।

কালকিলিয়াতে আগ্রাসন চালানো জায়োনিস্ট বাহিনীর উপর হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

আসদুদ, আসকালান, মেফালসিম, নিরআম এবং সেদরতে জায়োনিস্ট দখলদার বসতিতে রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

জেনিনের দক্ষিণে কাবাতিয়ায় সশস্ত্র সংঘর্ষের সময় এক জায়োনিস্ট সৈন্য আহত হওয়ার কথা স্বীকার করেছে জায়োনিস্ট বাহিনী।

জেনিনে জায়োনিস্ট বাহিনীর গাড়িতে কিছু সংখ্যক বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন আল-কুদুস ব্রিগেড। এতে শত্রুসৈন্যরা হতাহত হয়েছে।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড এবং কন্ট্রোল হেডকোয়ার্টারে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেনজীরের আরও ৮টি ফ্ল্যাট, ৭৬ বিঘা জমি
পরবর্তী নিবন্ধবুরকিনায় মুজাহিদদের দুর্দান্ত ১১ অভিযান: নিহত অন্তত ৯৩ সেনা