ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৪ জুলাই, ২০২৪

0
109

• খান ইউনিসের দক্ষিণাঞ্চলে এক দম্পতিকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• উত্তর গাজার জাবালিয়ায় তিন শিশুসহ অন্তত ৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী।
• গাজা শহরের শুজাইয়া পাড়ায় জায়োনিস্ট বাহিনীর স্থল আগ্রাসনে প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল।
• হামাসের সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাবের ব্যাপারে আলোচনা করতে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা প্রধান ডেভিড বারনেয়া কাতারের দোহায় পৌঁছেছে।
• ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে একজন আহত হয়েছেন।
• গাজায় অন্তত ৩৮,০১১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ায় একটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে শাওয়াজ ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আল- কুদুস ব্রিগেড।
• শুজাইয়া পাড়ায় দুটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।
• নাহাল ওজ সাইটের কাছে শত্রুবাহিনীর কমান্ড হেডকোয়ার্টারে রাজুম এবং ১০৭ মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• শুজাইয়া পাড়ায় একটি জায়োনিস্ট অ্যাপাচি হেলিকপ্টারে যৌথ হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আব্দুল কাদের আল-হুসেইনি ব্রিগেড। স্যাম-৭ মিসাইল দিয়ে চালানো এই হামলায় জায়োনিস্ট হেলিকপ্টারে আগুন ধরে যেতে দেখা যায়।
• শুজাইয়া পাড়ায় জায়োনিস্ট বাহিনীকে একটি অ্যাম্বুশের ফাঁদে ফেলে তীব্র সংঘর্ষে জড়িয়েছেন মুজাহিদগণ। এতে শত্রু সৈন্যরা হতাহত হয়েছে। হতাহতদের উদ্ধারে জায়োনিস্ট হেলিকপ্টার অবতরণ করতে দেখেছেন মুজাহিদগণ।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতান পাড়ায় একদল পদাতিক জায়োনিস্ট বাহিনীকে বুবি-ট্র্যাপ বিস্ফোরণে নিহত করেছেন আল-কাসসাম মুজাহিদগণ। শত্রু সৈন্যদেরকে প্রলুব্ধ করে প্রথমে ফাঁদে ফেলা হয়। এরপর বিস্ফোরণ ঘটিয়ে সব সৈন্যকে হত্যা করেছেন মুজাহিদগণ।
• রাফার সুলতান পাড়ার পূর্বে জারুব জংশনের কাছে একটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় গণহত্যায় অংশগ্রহণকারীরা আমাদের মানবাধিকারের পাঠ শেখাতে পারে না: জাবিহুল্লাহ্ মুজাহিদ
পরবর্তী নিবন্ধগাজায় নিহত আরও অর্ধশতাধিক, প্রাণহানি ছাড়াল ৩৮ হাজার