ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৮ জুলাই, ২০২৪

0
182

• জায়োনিস্ট বাহিনীর আগ্রাসনের কারণে আল আহলি আরব হাসপাতাল এবং প্যাশেন্ট’স ফ্রেন্ডস বেনেভুলেন্ট সোসাইটি হাসপাতালের রোগী ও স্টাফরা হাসপাতাল ছাড়তে বাধ্য হয়েছেন।
• নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুল কমপ্লেক্সে জায়োনিস্ট দখলদার বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে তারা।
• গাজা শহরের উত্তরে জায়োনিস্ট বাহিনীর বোমা হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
• পশ্চিম তীরের আসকার শরণার্থী শিবিরে আগ্রাসন চালিয়েছে জায়োনিস্ট বাহিনী। এসময় দখলদার বাহিনীর বুলেটের আঘাতে তিনজন ফিলিস্তিনি শিশু আহত হয়েছে।
• সিরিয়ার বানিয়েসে হামলা চালিয়েছে জায়োনিস্ট দখলদার বাহিনী।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৮,১৯৩ জন ফিলিস্তিনি।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে ১১৪ মিমি রাজুম মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• গাজা শহরের তাল আল-হাওয়া পাড়ার পশ্চিমে ছালিহাত এলাকায় একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে জায়োনিস্ট বাহিনীর একটি সামরিক জিপে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।
• তাল আল-হাওয়া পাড়ার পশ্চিমে ছালিহাত এলাকায় একদল জায়োনিস্ট পদাতিক বাহিনীর উপর অ্যান্টি পার্সনেল ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• গাজা শহরের পশ্চিমে তাল আল-হাওয়া পাড়ার আল-সিনাআ স্ট্রিটে একটি জায়োনিস্ট সামরিক জিপ ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• তাল আল-হাওয়া পাড়ার পশ্চিমে শাওয়াজ-৩ ডিভাইস দিয়ে একটি জায়োনিস্ট সৈন্যবাহী গাড়িতে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।
• তাল আল-হাওয়ার পশ্চিমে আল-রশিদ স্ট্রিটে শাওয়াজ-৩ দিয়ে একটি জায়োনিস্ট ডি৯ বুলডোজারে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• তাল আল-হাওয়ার আল-তাকাদ্দুমে পূর্ব-প্রস্তুতকৃত পুঁতে রাখা গ্রাউন্ড বোমা দিয়ে একটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদগণ।
• তাল আল-হাওয়া পাড়ার শিল্প এলাকায় হালকা ও মাঝারি ধরনের যুদ্ধাস্ত্র দিয়ে দখলদার বাহিনীর সাথে তীব্র যুদ্ধ করেছেন আল-কাসসাম মুজাহিদগণ। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• তাল আল-হাওয়ার দক্ষিণপশ্চিমে তাকাদ্দুমে ৬ সদস্যের একদল জায়োনিস্ট পদাতিক বাহিনীর বিরুদ্ধে অ্যান্টি পার্সনেল থান্ডার ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন। এতে শত্রু সৈন্যরা হতাহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৫ বছর মেয়াদি পপি চাষের বিকল্প স্বাবলম্বীকরণ পরিকল্পনা তৈরি করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের ভাঙ্গারে চুরির সন্দেহে একজনকে হত্যা করা হয়েছে