আফগানিস্তানে বেসরকারি সংস্থার মাধ্যমে বাস্তবায়নাধীন রয়েছে ১৩০০এরও অধিক প্রকল্প

0
168

রাজধানী কাবুলে অবস্থিত সরকারি মিডিয়া ও তথ্য কেন্দ্রের এক সংবাদ সম্মেলনে বার্ষিক কর্মসম্পাদন প্রতিবেদন উপস্থাপন করেন ইমারতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। এতে বিগত ও চলতি হিজরি সৌর বছরে ইমারতে ইসলামিয়া সরকারের উল্লেখযোগ্য অর্জন ও পরিকল্পনাসমূহ তুলে ধরা হয়।

চলতি বছরে বেসরকারি সংস্থার মাধ্যমে প্রায় ১হাজার ৩৩৮টি প্রকল্প চলমান রয়েছে। যার প্রকল্প মূল্য প্রায় ১৮০ কোটি ডলার। বর্তমানে আফগানিস্তানে প্রায় ২হাজার ৪৭৭টি বেসরকারি সংস্থা কাজ করছে। এর মধ্যে দেশীয় সংস্থার সংখ্যা ২হাজার ১৯৯টি এবং আন্তর্জাতিক সংস্থার সংখ্যা ২৭৮টি।

আর বিগত বছর ১৫৯টি দেশীয় ও ১৪টি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা নিবন্ধিত করেছিল ইমারতে ইসলামিয়া প্রশাসন। এছাড়া আরও ৩১৫টি দেশী ও ৬০টি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার লাইসেন্স হালনাগাদ করা হয়েছিল। এই সকল সংস্থার মাধ্যমে সারাদেশে প্রায় ২হাজার ১৯৪টি প্রকল্প বাস্তবায়ন করেছিল তালেবান সরকার। ফলে প্রায় ২লক্ষেরও অধিক নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল। উল্লেখ্য, প্রায় ১হাজারের ৪৭টি দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার জন্য সর্বমোট ২৪ মিলিয়ন ডলার শুল্ক ছাড় দেয়া হয়েছিল।

প্রতিবেদনে বিগত বছরের গুরুত্বপূর্ণ অর্জনসমূহ উঠে আসে। এর মধ্যে রয়েছে আফগানিস্তানের ৫বছর মেয়াদি জাতীয় উন্নয়ন কৌশলের খসড়া প্রণয়ন, কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতের ব্যাপক বিশ্লেষণ, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উন্নয়ন, বেসরকারি সংস্থার কার্যক্রম তদারকি, প্রকল্পগুলোর পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে সক্রিয় অংশগ্রহণ ইত্যাদি।

পাশাপাশি চলতি বছরের অগ্রাধিকারপূর্ণ বিষয়াদি প্রতিবেদনে তুলে ধরা হয়। যেমন আফগানিস্তানের জাতীয় উন্নয়ন কৌশল চূড়ান্ত করা, কৃষি খাতের অবস্থা বিশ্লেষণ, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, শাসন, সুরক্ষা ও আবাসন খাত, প্রাদেশিক রাস্তা ও খনিসমূহে অবস্থা মূল্যায়ন করা। এছাড়া আরও রয়েছে ২০২৪ সালের জন্য অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বিকাশ করা, বৈদেশিক বাণিজ্যের অবস্থা বিশ্লেষণ করা, মুদ্রানীতি ও ব্যাংকিং খাত, ২০২৫ সালের জন্য প্রাদেশিক উন্নয়ন কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া এবং বেসরকারি সংস্থাগুলোর জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান ইত্যাদি।


তথ্যসূত্র:
1. Around 2,200 Diverse Projects Implemented Last Year
– https://tinyurl.com/5aa2h9zy
2. Ministry of Economy: Work On Over 1,300 Projects Ongoing
– https://tinyurl.com/bd3n3bsk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাবি ছাত্রলীগের সেক্রেটারি সৈকত আটক
পরবর্তী নিবন্ধদেশ ছেড়ে পালানোর সময় বিমান বন্দরে আটক হাছান মাহমুদ ও পলক; পালিয়েছে অনেকেই