সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একাধিক সেনা ঘাঁটি ও শত্রু অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। এতে এক ডিপুটি মেয়র সহ অনেক শত্রু সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর শনিবার, সোমালিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ৬টি শহরে শত্রু অবস্থান লক্ষ্য করে অর্ধডজন পৃথক অপারেশন পরিচালনা করছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। এরমধ্যে সবচাইতে সফল অভিযানটি চালানো হয়েছে দক্ষিণাঞ্চলীয় জুবা রাজ্যের কিসমায়ো শহরের উপকণ্ঠে, যা বুলো হাজি শহরে শত্রু বাহিনীর একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে চালানো হয়। এতে শত্রু বাহিনীর অন্তত ৭ সদস্য হতাহত হয়েছে।
এদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বে রাজ্যের দাইনসুর শহরে একটি ভবনে শক্তিশালী বোমা হামলা চালান মুজাহিদগণ। লক্ষ্যবস্তু ভবনটি সোমালি সরকারের দাইনসুর শহরের ডিপুটি মেয়ের বাসভবন বলে জানা যায়। বোমা বিস্ফোরণে মেয়রের বাড়িটির বেশ কিছু অংশ ধ্বংস হয়ে যায়। এসময় ভবনে অবস্থানরত উক্ত মেয়র ও তার ২ দেহরক্ষী সহ বেশ কিছু সৈন্য হতাহত হয়।
হারাকাতুশ শাবাব যোদ্ধারা এদিন তাদের অন্য অভিযানগুলো পরিচালনা করেন জানালী, মার্কা, বাইদোয়া এবং ওয়াজিদ শহরে। এই শহরগুলোতেও মুজাহিদদের পরিচালিত অভিযানে বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।