উত্তর গাজায় আবাসিক ভবনে হামলা, নিহত বেড়ে ৯৩

0
69

উত্তর গাজায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত ৯৩ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২৯ অক্টোবর, মঙ্গলবার উত্তর গাজার বাইত আল লাহিয়া এলাকায় ওই হামলা করা হয়। হামলায় অনেকে আহত হয়েছে।

গাজা সরকারের মিডিয়া অফিসের মহাপরিচালক, ইসমাইল আল-থাওয়াবতা বলেছেন, বেইত লাহিয়ায় বাস্তুচ্যুত লোকদের আবাসিক ভবনে ইসরায়েলি হামলার পরে কমপক্ষে ৯৩ জন নিহত হয়েছে এবং ৪০ জন নিখোঁজ রয়েছে।

আল-থাওয়াবতা আল জাজিরাকে জানিয়েছেন, আহতদের অনেককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স কামাল আদওয়ানে নিয়ে যাওয়া হয়েছে। তবে হাসপাতালটির কার্যক্রম অনেকটা বন্ধ রয়েছে। সেজন্য আহতদেরকে তারা চিকিৎসা দিতে পারেনি।

তিনি আরও বলেন, দখলদার ইসরায়েল যে ভবনে হামলা চালিয়েছে সেখানে ২০০ জন লোক বাস করে আসছিল। ইসরাইলি বাহিনীর হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে । এতে এখন পর্যন্ত ৯৩ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরো অনেকেই আহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। নিহতদের মধ্যে এ পর্যন্ত ৮৩ জনকে দাফন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার পরই স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা এগিয়ে যায়। তারা সাধ্য মতো উদ্ধার কাজ শুরু করে। তবে তাদের নিকট পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি নেই। পাঁচতলা ওই ভবনের নিচে অনেকেই চাপা পড়ে আছেন।


তথ্যসূত্র:
1. At least 62 people killed in Israeli strike in Beit Lahiya
– https://lnkfwd.com/u/LX81f-bl
2.Beit Lahiya attack death toll rises to 93
– https://lnkfwd.com/u/LX9JQ05R

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুল-জালালাবাদ মহাসড়কের ২য় লেন নির্মাণ প্রকল্প উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া সরকার
পরবর্তী নিবন্ধজম্মু ও কাশ্মীরে তিন যুবককে শহীদ করলো ভারতীয় বাহিনী