ড. আফিয়া সিদ্দিকীর প্রতি ন্যায়বিচার ও ক্লেমেন্সি প্রদর্শনের দাবিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি আবেদনে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। Change.org ওয়েবসাইটে এই গণস্বাক্ষর গ্রহণ করা হচ্ছে।
২০২৪ সালের ২৫শে অক্টোবর এই গণস্বাক্ষর কর্মসূচির সূচনা হয়। তখন থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ লাখ ৬১ হাজার ৯৩৮ জন এই পিটিশনে নিজেদের সমর্থন ব্যক্ত করে স্বাক্ষর প্রদান করেছেন। ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, মোট ৫ লাখ স্বাক্ষর তাদের প্রয়োজন। সেই হিসেবে এখনও প্রায় ১ লাখ ৩৮ হাজার স্বাক্ষর লাগবে।
ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির ক্ষেত্রে সাহায্য করতে এই পিটিশনে স্বাক্ষর করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে কারাবন্দী নির্যাতিত মুসলিমদের মুক্ত করা মুসলিমদের উপর একটি অবশ্য পালনীয় কর্তব্য বলে জানান উলামায়ে কেরাম। তাই ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির লক্ষ্যে যেকোনো গ্রহণযোগ্য কর্মসূচিতে অংশ নেওয়া মুসলিমদের ঈমানী দায়িত্বের অন্তর্ভুক্ত।
২০ বছরের অধিক সময় ধরে আমেরিকার হাতে বন্দী ড. আফিয়া সিদ্দিকী। অন্ধকার কারাপ্রকোষ্ঠে নির্জনে নিপীড়নের শিকার হচ্ছেন এই মুসলিম নারী। বহুদিন যাবৎ তার কোনো খোঁজই পাওয়া যায়নি। তিনি জীবিত না-কি মৃত—সেই খবর নিয়েও তৈরি হয়েছিলো ধোঁয়াশা। কিছুদিন আগে আফিয়া সিদ্দিকীর পরিবার আমেরিকার কারাগারে তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এখন তার মুক্তির লক্ষ্যে কাজ করছেন আফিয়া সিদ্দিকীর পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীরা।
মানবাধিকার বিষয়ক আইনজীবী ক্লিভ স্ট্যাফর্ড স্মিথ ২১শে নভেম্বর নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে পাকিস্তান ও অন্যান্য দেশের মানুষকে উদ্দেশ্য করে বলেন, আফিয়া সিদ্দিকীর জন্য পিটিশনে স্বাক্ষর করার ক্ষেত্রে আপনারা আসলেই বেশ ধীর হয়ে গেছেন। তার জন্য ৩০ সেকেন্ড ব্যয় করা কি খুব বেশি সময়? এরপর তিনি আরও বলেন, আগামী সপ্তাহের আগেই তার ১০ লাখ স্বাক্ষর প্রয়োজন।
তাই আগ্রহীগণকে নিম্নোক্ত লিংকে ঢুকে পিটিশনটিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হচ্ছে:
https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency
তথ্যসূত্র:
১. FREE DR AAFIA SIDDIQUI: A CALL FOR JUSTICE AND CLEMENCY
– https://tinyurl.com/ybwd3aks
২. Clive Stafford Smith’s Post
– https://tinyurl.com/4tkf3zfw
আমি করবো কি বাভে