সিরিয়ায় সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের ৭৫ বিমান হামলা

1
395

সিরিয়ায় মাত্র ১২ দিনের মাথায় মুজাহিদিনদের হাতে বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে। এতে দেশটিতে প্রায় পাঁচ যুগ ধরে চলা শাসনের অবসান হয়েছে। মুজাহিদরা প্রেসিডেন্টের প্রাসাদ দখলে নিয়েছে। এমন সময় দেশটিতে অন্তত ৭৫টি বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র।

০৯ ডিসেম্বর, সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এ ঘাঁটিতে ৯০০ মার্কিন সেনা রয়েছে। আসাদের পলায়নের দিনও সিরিয়ার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র । সেন্টকম কমান্ডার মাইকেল কুরিলা এ হামলার সত্যতা স্বীকার করেছে

মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে, ০৯ ডিসেম্বর, সোমবার সিরিয়ার পূর্বে বাদিয়াহ মরুভূমিতে এ হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, বাবা হাফিজ আল বাশাদের মৃত্যুর পর ২০০০ সালে বাশার আল আসাদের শাসনকাল শুরু হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠে সে। বাশার আসাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। এর আগে ২০১১ সালে আরব বসন্ত ঘিরে বাশার আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল।

কিন্তু সে যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় টিকে গিয়েছিল বাশার আসাদ। এবার অবশ্য শেষরক্ষা হয়নি। রাশিয়া ও ইরান আগেই তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরই মুজাহিদিনরা শহর দখল করে নেওয়ার পরই দেশ ছেড়ে পালাতে হয় বাশার আসাদকে। গোপনে প্লেনে চড়ে পালিয়ে রাশিয়া চলে যায় সে।


তথ্যসূত্র:
1. US announces air strikes on ISIL targets in Syria after al-Assad’s fall
– https://tinyurl.com/2furxxv2
2.US launches airstrikes against ISIS camps in Syria
– https://tinyurl.com/34t9cv2x

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা
পরবর্তী নিবন্ধসিরিয়া বিজয়ী মুজাহিদিনদের অভিনন্দন জানালো ইমারাতে ইসলামিয়া