![২০২৫০১০১_২১১৫৪৩ copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/01/২০২৫০১০১_২১১৫৪৩-copy-696x418.webp)
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে ২টি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন মুজাহিদিনরা। এতে পাকিস্তান সামরিক বাহিনী অফিসার সহ অন্তত ২০ সদস্য নিহত হয়েছে।
স্থানীয় সূত্রমতে, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মুজাহিদিনরা গত ৩১ ডিসেম্বর, দক্ষিণ ওয়াজিরিস্তানের আজম ওয়ারসাক জেলায় একটি সফল অভিযান পরিচালনা করছেন। অভিযানটি উক্ত অঞ্চলের পাহাড়ি এলাকায় পাকিস্তানি সৈন্যদের ডিমাইনিং টহল দলকে টার্গেট করে একটি মাইন বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছে। এতে পাকিস্তান সেনাবাহিনীর ১৪ সদস্য নিহত হয়।
এদিন খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার মামাসখেল এলাকায় রাস্তার ধারে একটি আইইডি বোমা বিস্ফোরণ ঘটান মুজাহিদিনরা। বিস্ফোরণটি পাকিস্তানি পুলিশ বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ঘটানো হয়। ফলশ্রুতিতে এক পুলিশ অফিসার সহ ৬ পুলিশ সদস্য নিহত হয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/jkevmma2