
পশ্চিম আফ্রিকার সশস্ত্র ইসলামি প্রতিরোধ আন্দোলন জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। সম্প্রতি দলটির মুজাহিদিনরা বুরকিনা ফাসোর ফাদাঙ্গুরমা রাজ্যে জান্তা বাহিনীর একটি সামরিক ব্যারাকের নিয়ন্ত্রণ নিয়েছেন বলে জানা গেছে।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ৫ মার্চ বুধবার সকালে, বুরকিনা ফাসোর ফাদাঙ্গুরমা রাজ্যে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন জেএনআইএম মুজাহিদিনরা। আক্রমণটি এই রাজ্যের গ্রুয়েল এলাকায় অবস্থিত বুরকিনান জান্তা বাহিনীর একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে চালানো হয়েছিল। মুজাহিদদের অতর্কিত এই আক্রমণে জান্তা বাহিনীতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে, অন্য সৈন্যরা ব্যারাক ছেড়ে পালিয়ে গেলে মুজাহিদিনরা এটির নিয়ন্ত্রণ নেন।
অভিযান শেষে মুজাহিদিনরা সামরিক ব্যারাক থেকে ১টি সামরিক যান, ১টি দুশকা অস্ত্র, ২টি RPG, ৪টি PIKA, ৮টি ক্লাশিনকোভ, ১টি পিস্তল এবং অন্যান্য বহু সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন। এছাড়াও মুজাহিদিনরা শত্রু বাহিনীর ২টি সামরিক যান এবং ১টি ড্রোন ধ্বংস ধ্বংস করেন।
তথ্যসূত্র:
١. هجوم على ثكنة عسكرية للجيش في (غرويل)
– https://tinyurl.com/yf4tv7jh