বুরকিনায় সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে জেএনআইএম: নিহত ১২ শত্রু সেনা

1
216

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর বিরুদ্ধে আল-কায়েদার পরিচালিত এক অভিযানে অন্তত ১২ শত্রু সেনা সদস্য নিহত এবং বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ১৪ মার্চ সকালে, ফাদাঙ্গুরমা রাজ্যের বাম্বা শহরের উত্তরে একটি সামরিক অপারেশন চালিয়েছেন জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা। অভিযানটি শহরের উপকণ্ঠে ইয়াম্বার এলাকায় বুরকিনান জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কয়েক ডজন ‘জেএনআইএম’ মুজাহিদ মোটরসাইকেল ও একটি সাঁজোয়া যান নিয়ে এই যুদ্ধে অংশ নেন, তাঁরা একযোগে বিভিন্ন দিক থেকে সামরিক ঘাঁটিটিতে আক্রমণ চালান। এতে ইয়াম্বার এলাকায় জান্তা বাহিনী ও মুজাহিদদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এক পর্যায়ে জান্তা বাহিনী মুজাহিদদের বুলেটের ক্ষিপ্রতার সামনে দাঁড়াতে না পেরে ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয়। তবে ততক্ষণে মুজাহিদদের হামলায় জান্তা বাহিনীর অন্তত ১২ সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/3pre2px5

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫১
পরবর্তী নিবন্ধভারতে হোলি উৎসবের নামে সহিংসতা, মুসলিম যুবকের মাথা থেঁতলে দিলো হিন্দুত্ববাদীরা