সোমালিয়ায় চলমান যুদ্ধে তুর্কি প্রশিক্ষিত ঈগল ফোর্সের ৩০ সৈন্য নিহত: হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন

0
199

সোমালিয়ার মধ্য শাবেল অঞ্চলের আলী-গাদুদ শহরের উপকণ্ঠে মুজাহিদদের পরিচালিত এক অভিযানে তুর্কি প্রশিক্ষিত গরগর (ঈগল) ফোর্সের অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, মঙ্গলবার ১৮ মার্চ সকালে, মসজিদে আলী-গাদুদ শহরের “ওয়ার্তা দেবেই” এলাকায় একটি সামরিক ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। এই অভিযানের সময় ঘাঁটিটি নিয়ন্ত্রণ করছিল তুর্কি সরকার কর্তৃক প্রশিক্ষিত এবং অর্থায়িত “গরগর” নামক সোমালি স্পেশাল ফোর্সের সদস্যরা।

ঘাঁটিটিতে মুজাহিদদের অতর্কিত আক্রমণ শুরুর পর উক্ত এলাকায় তীব্র লড়াই ছড়িয়ে পড়ে। এসময় গরগর ফোর্সের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে মুজাহিদিনরা তাদের আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দেন এবং এই শত্রু ফোর্সের সদস্যদের হত্যা ও এলাকা ছাড়া করার আগ পর্যন্ত তাড়া করতে থাকেন। ফলশ্রুতিতে এই যুদ্ধে গরগর ফোর্সের অন্তত ৩০ সদস্য নিহত এবং আরও বিপুল সংখ্যক সদস্য আহত হয়েছে, অন্য সৈন্যরা জীবন বাঁচাতে সামরিক ঘাঁটি ও উক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এসময় মুজাহিদিনরা গরগর ফোর্সের বেশ কিছু সদস্যকে বন্দি করতেও সক্ষম হন।

অভিযান শেষে মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে ১৫টি AK47 রাইফেল এবং ৩টি PKM রাইফেল সহ অসংখ্য অস্ত্র শস্ত্র গনিমত লাভ করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/wj3je4ft

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় দখলদার ইসরায়েলের তাণ্ডবে নিহত ৪০০ ছাড়াল, আহত ৬ শতাধিক
পরবর্তী নিবন্ধরাজধানী মোগাদিশুর উপকন্ঠে মুজাহিদদের অভিযানে ২৩ শত্রু সেনা হতাহত