
সোমালিয়ায় চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে আশ-শাবাব। মধ্য শাবেলিতে মুজাহিদদের একেরপর এক হামলায় নাস্তানাবুদ হচ্ছে তুর্কি-প্রশিক্ষিত গরগর (ঈগল) ফোর্স।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন মধ্য শাবেলির আলি গুদুদ শহরের উপকণ্ঠে “উর্তা_দেঘি_সামাতার” এলাকায় বড়ধরণের একটি সামরিক অপারেশন পরিচালনা করছেন। বুধবার ১৯ মার্চ সকালে, এই অঞ্চলে অবস্থিত তুর্কি-প্রশিক্ষিত গরগর ফোর্সের ব্যবহৃত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। মুজাহিদিনরা সামরিক ঘাঁটিটিকে ঘিরে দু’দিক থেকে ভারী ও মাঝারি অস্ত্র দ্বারা তীব্র এই আক্রমণটি শুরু করেন।
ফলশ্রুতিতে তুর্কি-প্রশিক্ষিত সোমালি স্পেশাল ফোর্সের বহু সংখ্যক সৈন্য হতাহত হয়, যাদের মধ্যে নিহতের সংখ্যা ৪২ পর্যন্ত ছাড়িয়ে গেছে, আহত হয়েছে আরও অসংখ্য সৈন্য। এছাড়াও মুজাহিদিনরা বেশ কিছু সৈন্যকে যুদ্ধবন্দী হিসেবে বন্দী করে নিয়ে গেছেন।
অভিযান শেষে মুজাহিদিনরা সামরিক ঘাঁটি থেকে 7.65mm ভারী অস্ত্র, MKE MPT-৭৬ রাইফেল সহ অত্যাধুনিক অনেক অস্ত্র গনিমত হিসাবে অর্জন করেছেন। অত্যাধুনিক এসব অস্ত্র তুরস্ক এই যুদ্ধে মুজাহিদদের প্রতিহত করতে মোগাদিশু বাহিনীর জন্য সরবরাহ করেছিল।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3pnw8uz8