
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে তিনটি সেনা কর্পসের অধীনে মোট ২২৬৯ জন আফগান তরুণ সফলভাবে সেনা প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক অর্জন করেছেন। এইসব প্রশিক্ষণ কেন্দ্রে তাদেরকে পেশাদার সামরিক দক্ষতা, শরিয়াহ শিক্ষাসহ আধুনিক সামরিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২১৯ তৃতীয় ওমর সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৫০ জন, ২০৭ আল-ফারুক সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৮৩৯ জন এবং ২০১ খালিদ বিন ওয়ালিদ (রাদিয়াল্লাহু আনহু) সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১০৮০ জন তরুণ সেনা প্রশিক্ষণ সম্পন্ন করে নিয়মিত বাহিনীতে যুক্ত হয়েছেন।
সেনাদের স্নাতক উপলক্ষে প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষ স্নাতক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলোতে ইমারতে ইসলামিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ইসলামি শরিয়াহর আলোকে জিহাদ, ক্যাম্প পরিচালনা, পাহারা, টহল, যুদ্ধ প্রস্তুতি, মুজাহিদদের দায়িত্ব এবং ইসলামি দেশের সীমান্ত রক্ষার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন।
ছবিতে সেনাদের স্নাতক অনুষ্ঠানের মুহূর্ত দেখুন:
তথ্যসূত্র:
1. فراغت ۱۰۸۰ تن منسوبین جوان از مرکز تعلیمی قول اردو ۲۰۱ خالد بن ولید “رض”
– https://tinyurl.com/3dfrmt36
2. ۳۵۰ تن منسوبین جوان از مرکز تعلیمی فرقه ۲۱۹عمر ثالث فارغ گردیدند
– https://tinyurl.com/2pv7cfzp
3. فراغت ۱۷۰ تن منسوبین جوان از اکادمی