ইজতেমা মাঠকে জঙ্গির কারখানা বললো বিএনপি নেতা ফজলুর রহমান

0
165

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি টঙ্গির ইজতেমা মাঠকে ‘জঙ্গির কারখানা’ বলে মন্তব্য করেছে। একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে সে এই বিতর্কিত মন্তব্য করে।

ফজলুর রহমান বলেছে, ‘চাব্বিশে মার্চ চইলা গেল, ষোলোই ডিসেম্বর চইলা গেল, একটা গান শুনলাম না, বিজয়ের। ‘সবকটা জানালা খুলে দাও না’, ‘ওরা আসবে’। একুশে ফেব্রুয়ারি চইলা গেল, এক দিনের জন্যেও কানে কিন্তু বাজল না, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’— বরং একুশে ফেব্রুয়ারির মেলাটারে বানাই ফেলল ইজতেমার মাঠ। একটা জঙ্গির কারখানা।’

এর আগেও এই নেতা একাধিকবার আলেম-উলামাদের নিয়ে কটূক্তি করছে। বিভিন্ন সময়ে তার দেওয়া বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার সাম্প্রতিক এই মন্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।


তথ্যসূত্র:
1. টঙ্গীর ইজতেমা মাঠ জঙ্গির কারখানা: বিএনপি নেতা ফজলুর রহমান
– https://tinyurl.com/ayzv254f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় ‘জেএনআইএম’ মুজাহিদদের পৃথক অভিযানে ১৭ শত্রু সেনা নিহত: ২টি সামরিক ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধভারতের ১৪ বিলিয়ন ডলারের ওয়াকফকৃত মুসলিম সম্পত্তি লুট করছে সরকার