কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় নিহত ০৪ ভারতীয় পুলিশ; গুরুতর আহত আরও ০৫

1
200

ভারত সরকার কর্তৃক অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় নিহত হয়েছে ০৪ দখলদার ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) কাশ্মীরের কাঠুয়া জেলায় এই ঘটনা ঘটেছে। এসময় দখলদার ভারতীয় পুলিশের হামলায় দুইজন স্বাধীনতাকামীও নিহত হয়েছে।

স্বাধীনতাকামীদের এই হামলায় ভারতীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ০৫ জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ওই হামলার বিগত ০৫ দিন ধরে জম্মু ও কাশ্মীরের ওই এলাকাটিতে তল্লাশি চালিয়েছিল দখলদার ভারতের বিভিন্ন এলিট ফোর্সের সদস্যরা। রবিবার (২৩ মার্চ) স্বাধীনতাকামীদের সাথে প্রথম বন্দুক-যুদ্ধ হয়। এসময় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দখলদার ভারতীয় বাহিনীর পুলিশ সদস্যরা বনের গভীরে প্রবেশ করে। এসময় স্বাধীনতাকামীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দখলদার ভারতীয় বাহিনীর ০৪ পুলিশ সদস্য নিহত হয়।

স্বাধীনতাকামীদের হামলার তীব্রতার কারণে ওই স্থান থেকে নিহত পুলিশ সদস্যদের লাশও উদ্ধার করতে পারেনি ভারতীয় বিভিন্ন এলিট ফোর্সের সদস্যরা।


তথ্যসূত্র:
1. 4 Cops Killed In Action, 2 Terrorists Shot Dead During Encounter In J&K: Sources
– https://tinyurl.com/y7k2c25z

১টি মন্তব্য

  1. ইয়া আল্লাহ! ইয়া রহমান!
    কাশ্মীরের মুজাহিদদের আপনি শক্তিশালী করে দিন! মুসলমানদের হেফাজত করুন! তাদের ঈমানকে দৃঢ় রাখুন ! বন্দিদের মুক্ত করুন এবং শহীদদের কবুল করুন !
    আর মালাউন সেনা সদস্যদের আপনি ধ্বংস করে দিন ! ওদের উপর আপনার গজব নাযিল করুন! ওদের সন্তানদের এতিম বানিয়ে দিন! ওদের ভয় ও কাপুরুষতা আরও বাড়িয়ে দিন!

    আমীন! ইয়া রব্বাল মুজাহিদীন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় প্রতিবন্ধীর বেশ ধরে পালানোর সময় আটক ‘আসাদের মুফতি’
পরবর্তী নিবন্ধজামায়াতের ইফতার মাহফিলে বিএনপির হামলা; গুরুতর আহত ০৪ জন