
সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আফগুয়ে শহর, যা মুজাহিদিনরা সাম্প্রতিক সময়ে শুরু করা সমন্বিত অপারেশনের মাধ্যমে অবরুদ্ধ করে রেখেছেন। মোগাদিশু বাহিনী শহরটির উপর শাবাবের অবরোধ ভাঙতে গত সোমবার থেকে সর্বশক্তি ব্যয় করছে।
শত্রু বাহিনী শত প্রচেষ্টা স্বত্বেও শহরটির উপর থেকে শাবাবের অবরোধ ভাঙতে ব্যর্থ হয়েছে। বিপরীতে ৩১শে মার্চ সোমবার ও ১লা এপ্রিল মঙ্গলবার, মুজাহিদদের পাল্টা আক্রমণে বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়েছে।
সূত্রমতে, মধ্য শাবেলের আফগুয়ে জেলায় সোমবার মুজাহিদদের পাল্টা আক্রমণে এক অফিসারসহ অন্তত ৯ শত্রু সেনা নিহত হয়েছে এবং আরও ১০ এরও বেশি সৈন্য আহত হয়েছে। মঙ্গলবার এই এলাকায় নতুন করে মোগাদিশু বাহিনী আগ্রাসন চালানো শুরু করলে মুজাহিদিনরা তীব্র প্রতিক্রিয়া জানান।
মুজাহিদিনরা এদিন আফগুয়ে জেলার উপকণ্ঠে কয়েক ঘন্টা ধরে মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে তীব্র পাল্টা আক্রমণ চালান। এতে ইসলামবিদ্বেষী সেক্যুলার মোগাদিশু বাহিনী ও তাদের সমর্থনকারী মিলিশিয়ারা শোচনীয় পরাজয় বরণ করে এবং যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটতে বাধ্য হয়। এসময় মুজাহিদদের তীব্র পাল্টা আক্রমণ মোগাদিশু বাহিনী অন্তত ১৯ সৈন্য নিহত এবং আরও ১৪ এরও বেশি সৈন্য আহত হয়। এছাড়াও মুজাহিদিনরা মোগাদিশু বাহিনী থেকে বেশ কিছু AK47 ও PKM রাইফেল এবং আরপিজি গনিমত লাভ করেছেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/43fkvexw