
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। দেশটির রাজধানী দামেস্কের একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের চারপাশ ও হামা প্রদেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইসরায়েলি দখলদার বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার অভ্যন্তরে দফায় দফায় অসংখ্য হামলা চালিয়েছে। ৩ এপ্রিল, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সামরিক বিমান সিরিয়ার রাজধানী দামেস্ক এবং মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী এবং স্থানীয় গণমাধ্যম।
রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, বুধবারের এই হামলাগুলো রাজধানীর বারজেহ পাড়ায় অবস্থিত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের আশপাশের এলাকা এবং সিরিয়ার হামা শহরের বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হয়েছে।
পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ২ এপ্রিল, বুধবার রাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার দামেস্ক এবং হামা শহরে ১১টি বিমান হামলা চালিয়েছে বলে সংবাদ সংস্থা সানা জানিয়েছে। এতে বলা হয়েছে, “দামেস্কের বারজেহ এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের ভবনের আশপাশের এলাকা লক্ষ্য করে ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলা চালিয়েছে।”
গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উৎখাতের পর থেকে দখলদার ইসরায়েল সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে এবং অধিকৃত গোলান মালভূমির বাফার জোনে সৈন্য মোতায়েন করেছে।
এসওএইচআর-এর মতে, ইসরায়েলি সেনাবাহিনী গত বছরের ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৫০০ টিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এ বছর এখন পর্যন্ত কমপক্ষে ৪৩টি হামলা চালিয়েছে।
তথ্যসূত্র:
1. Israel launches air attacks on Syria’s Damascus and Hama
– https://tinyurl.com/mrhp22x3
2.Israel strikes Syria military bases, infrastructure; kills armed militants
– https://tinyurl.com/3efyfhh9