বুরকিনায় মুজাহিদদের দু’টি পৃথক অভিযানে অন্তত ৭ জান্তা সদস্য নিহত

1
114

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর কুলবেলেগো ও ফাদাঙ্গুরমা রাজ্যে ২টি পৃথক অভিযান পরিচালনা করছেন আল-কায়দা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ৬ এপ্রিল রবিবার, মুজাহিদিনরা জান্তা বাহিনীকে টার্গেট করে উক্ত অভিযান ২টি পরিচালনা করছেন। এদিন জেএনআইএম মুজাহিদিনরা প্রথম অভিযানটি পরিচালনা করেন কুলবেলেগো রাজ্যের বোবোগোলাসো এলাকায়। মুজাহিদিনরা অভিযানটি এই এলাকায় জান্তা বাহিনীর একটি সামরিক পয়েন্ট লক্ষ্য পরিচালনা করেন।

জান্তা বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে মুজাহিদদের পরিচালিত এই অভিযানে জান্তা বাহিনীর ৩ সদস্য নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। এসময় মুজাহিদিনরা ৪টি ক্লাশিনকোভ সহ অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন।

মুজাহিদিনরা তাদের দ্বিতীয় সফল অভিযানটি পরিচালনা করেন ফাদাঙ্গুরমা রাজ্যের মান্টো এলাকায় উপকণ্ঠে। জান্তা বাহিনী এদিন মুজাহিদদের নিয়ন্ত্রিত মান্টো এলাকার দিকে অগ্রসরের চেষ্টা করলে এই লড়াইয়ের ঘটনা ঘটে।

মুজাহিদিনরা বুরকিনান সেনাবাহিনীর (জান্তা) অগ্রযাত্রা প্রতিহত করতে এসময় তীব্র আক্রমণ চালান। এতে জান্তা বাহিনীর অন্তত ৪ সৈন্য নিহত এবং আরও কতক সৈন্য আহত হয়। অন্য সৈন্যরা নিজেদের জীবন বাঁচাতে যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়। এই অভিযান শেষে মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে ২টি পিকা, ৪টি ক্লাশিনকোভ এবং অন্যান্য বেশ কিছু সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/27tksdje

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি নেতার বাড়িতে আগুন
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সামরিক ঘাঁটিতে মুজাহিদদের আক্রমণ: অন্তত ১০ শত্রু সেনা নিহত