সোমালিয়া || হিরান রাজ্যে আশ-শাবাবের হামলায় অন্তত ২৩ শত্রু সেনা নিহত, আহত ৩৭ এরও বেশি

0
264

সোমালিয়ায় পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে কেন্দ্রীয় হিরান রাজ্যের বুলোবার্দি জেলার উপকন্ঠে গত মঙ্গলবার থেকে মোগাদিশু বাহিনী ও হারাকাতুশ শাবাব মুজাহিদদের মধ্যে তীব্র লড়াই চলছে। বুধবার এই অঞ্চলে দ্বিতীয় দিনের যুদ্ধে মুজাহিদদের হামলায় মোগাদিশু বাহিনীর অন্তত ৫০ সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন, গত ৭ এপ্রিল সোমবার ভোরে কোনো প্রতিরোধ ছাড়াই হিরান রাজ্যের বুলোবার্দি জেলার গুরুত্বপূর্ণ আবুরী শহরের নিয়ন্ত্রণ নেন। পরে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোগাদিশু বাহিনী শহরটি পুনর্দখল নিতে বেশ কয়েকবার আগ্রাসন চালায়। এদিন ক্রুসেডার জোট বাহিনীর বিমান সহায়তা নিয়ে আগ্রাসন চালানো মোগাদিশু বাহিনীর প্রতিটি আক্রমণ মুজাহিদিনরা বীরত্বের সাথে প্রতিহত করেন। এসময় শহরের উপকণ্ঠে মুজাহিদদের পাল্টা আক্রমণে মোগাদিশু বাহিনীর অন্তত ১৪০ সৈন্য হতাহত হয়, এবং মোগাদিশু বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

সেই ধারাবাহিকতায় ৮ এপ্রিল বুধবার, ক্রুসেডার জোট বাহিনীর বিমান সহায়তায় টানা দ্বিতীয় দিনের মতো মোগাদিশু বাহিনী শহরটি পুনর্দখলের লক্ষ্যে কয়েক দফায় আগ্রাসন চালায়। এসময় হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা ধর্মত্যাগী মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধে লিপ্ত হন। এদিন সকালের দিকে শুরু হওয়া এই যুদ্ধ সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। মুজাহিদিনরা মহান রব্বুল আলামিনের সাহায্যে মোগাদিশু বাহিনীর প্রতিটি আক্রমণ সফলভাবে প্রতিহত করেন এবং শহরের উপর নিয়ন্ত্রণ ধরে রাখেন।

এদিন শহরের উপকণ্ঠে সংঘটিত যুদ্ধে মুজাহিদদের হাতে মোগাদিশু বাহিনীর অন্তত ২৩ সৈন্য নিহত এবং আরও ৩৭ এরও বেশি সৈন্য আহত হয়। এসময় মুজাহিদদের হাত থেকে বেঁচে যাওয়া মোগাদিশু প্রশাসনের অবশিষ্টাংশ সৈন্যরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/ynuc9h25

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া || মধ্য শাবেলিতে মুজাহিদদের অভিযানে অন্তত ৫০ শত্রু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মৌলভী সাদুল্লাহ বালুচ