
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দখলদাররা কয়েক দশকের যুদ্ধের কালো ধোঁয়ার মাধ্যমে দেশটির প্রকৃত সৌন্দর্যকে আড়ালে লুকানোর চেষ্টা করেছিল। কিন্তু মুজাহিদদের অক্লান্ত পরিশ্রম আর মহান রবের সাহায্যে বিজয়ের পর দেশটিতে আজ প্রকৃতি তার প্রকৃত রূপ প্রকাশ করছে।
দখলদারিত্ব এবং যুদ্ধ থেকে মুক্ত হয়ে দেশটিতে এখন স্বাধীনতা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিরাজ করছে।
এর পাহাড়গুলো ফুলে ফেঁপে ওঠছে, বাগানগুলো ফলে ভরে উঠছে, উপত্যকাগুলো বসন্তের শ্বাস নিচ্ছে। আর পাখিরা মনের আনন্দে জীবনের গান গাইছে। দৃশ্যগুলো যেনো সমগ্র পৃথিবীকে শান্তির ঋতুর বার্তা দিচ্ছে এবং মহান রবের কৃতজ্ঞতায় সিজদা করছে।
এই জাদুকরী প্রাকৃতিক দৃশ্যগুলো ধারণ করা হয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের লাগমান, কোনার, নানগারহার ও ফারইয়াব প্রদেশ থেকে।
সুবাহানআল্লাহ,
সুবহানাল্লাহ! কী অপরূপ সৌন্দর্য। মনে চাচ্ছে এখনি চলে যাই আফগানে। সেই কবে হিজরতের সংকল্প করেছিলাম। যুদ্ধ শেষ হলো। বিজয়ী হয়ে গেলো খোরাসানের মোল্লারা। আর আমি হতভাগা তাদের সাথে শরীকও হতে পারলাম না। বিজয়ের পর শরীয়া শাসিত ভূমি কেমন হয়! তা দেখতেও ইমারতে ইসলামীয়াতে একবার যেতে পারলাম না। এখনো পরে আছি আমার সেক্যুলার দেশে। আল্লাহ তায়ালা আমার হিজরতের পথকে সহজ করে দিন। আমাকে কবুল করে নিন।