
ইয়েমেনের আবিয়ান প্রদেশে সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে বাহিনীর গুরুত্বপূর্ণ একটি অবস্থানে অতর্কিত আক্রমণ চালিয়েছেন আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদিনরা। এতে ভাড়াটে মিলিশিয়া বাহিনীর বহু সংখ্যক সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
আল-মালাহিম মিডিয়ার তথ্যমতে, গত ৯ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার, আল-কায়েদা আরব উপদ্বীপ শাখা জামা’আত আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদিনরা, ইয়েমেনে বড় ধরণের একটি সফল অভিযান পরিচালনা করছেন। অভিযানটি আবিয়ান প্রদেশের মুদিয়াহ শহরে সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে মিলিশিয়া বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে।
আনসারুশ শরিয়াহ্’র মুজাহিদিনরা এদিন সূর্যাস্তের পূর্ব মুহূর্তে আল-কুজ এলাকার মোড়ে অবস্থিত শত্রু অবস্থানটি লক্ষ্য করে পরিচালিত অভিযানে বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহার করেন। এসময় মুজাহিদিনরা অতর্কিত আক্রমণের পাশাপাশি অবস্থানটিতে আরপিজি এবং ড্রোন ব্যবহার করেও হামলা চালান, যা ইয়েমেনে মুজাহিদদের অভিযানে নতুন এক মাত্রা যোগ করেছে। আর অভিযানে মুজাহিদদের এই নতুনত্ব ও কৌশল শত্রু বাহিনীকে হতভম্ব ও বিভ্রান্ত করে তুলছে। এতে শত্রু বাহিনীর মধ্যে অবিশ্বাস ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে।
মঙ্গলবার মুজাহিদদের পরিচালিত অভিযানেও এমনটাই হয়েছিল। ফলে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত মিলিশিয়া বাহিনী কোনো কিছু বুঝে উঠার আগেই মুজাহিদিনরা বহু সংখ্যক শত্রু সৈন্যকে হত্যা ও আহত করতে সক্ষম হন। অতর্কিত এই আক্রমণে হতাহতের পাশাপাশি শত্রু বাহিনী ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয়।
তথ্যসূত্র:
١. سقوط جرحى من مرتزقة الإمارات إثر إغارة على موقع مفرق القوز.
– https://tinyurl.com/4f7bywbj