কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় নিহত ভারতীয় সেনা অফিসার

0
172

ভারতীয় সরকার কর্তৃক অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় দখলদার ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার মৃত্যুবরণ করেছে। শনিবার (১২ এপ্রিল) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ভারতের উগ্র হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর ভ্রমণের এক সপ্তাহ পরেই এই হামলার ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, শুক্রবার (১১ এপ্রিল) শেষ রাত্রে জম্মু ও কাশ্মীরের কেরি বাঠল এলাকায় কাশ্মীরের স্বাধীনতাকামীদের সাথে দখলদার ভারতীয় সেনাবাহিনীর মধ্যকার বন্দুক যুদ্ধ হয়। এসময় স্বাধীনতাকামীদের হামলায় গুরুতর আহত হয় ভারতীয় সেনাবাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত এক অফিসার। পরে শনিবার (১২ এপ্রিল) মৃত্যুবরণ করে আহত দখলদার ওই ভারতীয় সৈন্য।

নিহত ওই ভারতীয় সৈন্যের নাম কুলদিপ চাঁন্দ।

এর আগেও একই স্থানে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বাধীনতাকামীদের হামলায় এক আর্মি ক্যাপ্টেন সহ দুই দখলদার সৈন্য নিহত হয়।


তথ্যসূত্র:
1. Indian army JCO killed in Jammu attack
– https://tinyurl.com/muahrmp7
2. Army JCO killed in encounter along LoC in Jammu, infiltration bid thwarted
– https://tinyurl.com/2puu62tz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে হনুমান জয়ন্তীতে মসজিদের লাউস্পিকার নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধসোমালিয়া || আবুরী শহরের উপকণ্ঠে মুজাহিদদের পাল্টা আক্রমণে ৬১ শত্রু সেনা হতাহত